ইন্টেলের ৮০৮০ প্রসেসরের উপর ভিত্তি করে, এমআইটিএস ১৯৭৪ সালে অ্যালটেয়ার ৮৮০০ কমপিউটার কিট তৈরি করে। নতুন এই যন্ত্রের প্রতি সবার আগ্রহ তৈরি হয় পপুলার ইলেকট্রনিকস সাময়িকীর জানুয়ারি ১৯৭৫ সংখ্যায় অ্যালটেয়ার ৮৮০০ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে।
কমপিউটার উদ্যোক্তা হ্যারি গারল্যান্ডের মতে সত্তরের দশকে মাইক্রোকমপিউটার বিপ্লবে অ্যালটিয়ার ৮৮০০ অনুঘটক হিসেবে কাজ করে। মনিটর ব্যবহারের জন্য এর সঙ্গে আলাদা টার্মিনাল যোগ করতে হয়।
এতে ছিল ৮ ইঞ্চির ফ্লপিডিস্ক ড্রাইভ। মাইক্রোসফট এই মেশিনের জন্য প্রথম প্রোগ্রামিং ভাষা তৈরি করেছে যার নাম অ্যালটেয়ার বেসিক।








০ টি মন্তব্য