https://powerinai.com/

প্রার্থীরা প্রতীক দিয়ে নির্বাচনে এসএমএস করতে পারবে

প্রার্থীরা প্রতীক দিয়ে নির্বাচনে এসএমএস করতে পারবে প্রার্থীরা প্রতীক দিয়ে নির্বাচনে এসএমএস করতে পারবে
 
প্রার্থীরা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি মেনে ভোট চেয়ে ভোটারদের মোবাইলে খুদে বার্তা পাঠাতে পারবে। ব্যবহার করতে পারবে দলীয় প্রতীক কিংবা দলের নাম।

গত বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) উপপরিচালক মো. আসিফ ওয়াহিদের সই করা এক বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশের জাতীয় কিংবা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণকারী যে কোনো প্রার্থী নির্বাচনী আচরণবিধি মেনে দল কিংবা ব্যক্তি ও প্রতীক উল্লেখ করে ভোট চাওয়ার জন্য এসএমএস পাঠাতে পারবে।

ওই প্রার্থী নির্বাচিত হলে তার এলাকায় জনগণের জন্য কী কী পদক্ষেপ নেবেন তাও উল্লেখ করে এসএমএস পাঠাতে পারবেন। প্রার্থীরা দেশের বিভিন্ন এলাকায় ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর থেকে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন তারা। নির্বাচিত হলে উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতিও দিচ্ছেন। ডিজিটাল মাধ্যমেও পাশাপাশি প্রার্থীরা এবার সক্রিয়।

এর আগে নির্বাচনে বিটিআরসির একটি নির্দেশনা ছিল মোবাইলে প্রার্থীর হয়ে এসএমএস পাঠানোর বিষয়ে। মোবাইল অপারেটররা দলীয় প্রতীক কিংবা দলের নাম ব্যবহার করে গ্রাহককে কোনো এসএমএস পাঠাতে পারবে না।

এবার বিটিআরসি সেই নির্দেশনা সংশোধন করে বিজ্ঞপ্তি দিলো।







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।