অ্যাপল বিশ্বের নেতৃস্থানীয় সংবাদমাধ্যমগুলোর লেখা রিপোর্ট দিয়ে জেনারেটিভ এআই সমৃদ্ধ করার আশা করছে। তারা ৫০ মিলিয়ন ডলারের (সাড়ে পাঁচশ কোটি টাকা) মূল্যের একটি চুক্তিতে সই করতে চাইছে তারা পরবর্তীতে ভোগ এবং নিউ ইয়র্কের প্রকাশক কনডে নাস্ট পাশাপাশি এনবিসি নিউজ, পিপল, দ্য ডেইলি বিস্ট এবং বেটার হোমস অ্যান্ড গার্ডেসের প্রকাশক আইএসির সাথে যোগাযোগ করেছে।
এর আগে সংবাদমাধ্যমগুলোর প্রকাশনা সংস্থাগুলো প্রযুক্তি জায়ান্টদের কাছ থেকে এ রকম কোনো প্রস্তাব পায়নি। তবে অ্যাপলের শর্ত বেশ শক্ত বলেই জানিয়েছেন বিষয়টির সঙ্গে যুক্ত থাকা নাম প্রকাশে অনিচ্ছুক তিন ব্যক্তি।
যেমন অ্যাপল নিউজের বিশাল সংগ্রহ ব্যবহারে আগ্রহী। নিউজ কনটেন্টের কারণে কোনো আইনি জটিলতা হলে তার দায়ভার শুধুই সংবাদ প্রকাশনা সংস্থার।








০ টি মন্তব্য