ইসরাইল ইন্টেলকে ৩২০ কোটি ডলার তহবিল দেবে। তহবিল দক্ষিণ ইসরায়েলে একটি চিপ উত্পাদন কারখানা নির্মাণে ব্যবহার করা হবে। ইন্টেল কারখানা নির্মাণে মোট দুই হাজার ৫০০ কোটি ডলার বিনিয়োগ করবে। ইসরায়েলের অনুদান মোট বিনিয়োগের ১২.৮ শতাংশ।
অনুদানের বিনিময়ে ইন্টেল ইসরায়েলকে সুবিধাও দেবে। তারা ইসরায়েল থেকে এক হাজার ৬৬০ কোটি ডলার সমমূল্যের পণ্য ও পরিষেবা ক্রয় করবে। এছাড়া চিপ তৈরির কারখানায় হাজার হাজার ইসরায়েলি শ্রমিক চাকরি পাবে।
কারখানা তৈরি করা হবে ইসরায়েলের কিরিয়াত গেত অঞ্চলে। গাজা স্ট্রিপ থেকে এটির দূরত্ব ৪২ কিলোমিটার। ইসরায়েলে চারটি কারখানা রয়েছে ইন্টেলের। এর মধ্যে একটি কিরিয়াত গেতে অবস্থিত ‘ফ্যাব ২৮’ কারখানা।
এটিই আরো সম্প্রসারণ করা হবে। বিশ্বব্যাপী শক্তিশালী সাপ্লাই চেইন তৈরি করতে চায় ইসরায়েল এই কারখানায় উৎপন্ন চিপের মাধ্যমে। ৭ বা ১০ ন্যানোমিটারের চিপ উৎপাদন করা হয় কারখানাটি। ২০২৮ সালে কারখানাটির সম্প্রসারিত অংশের কাজ শেষ হবে।
অনুদানের বিনিময়ে ইন্টেল ইসরায়েলকে সুবিধাও দেবে। তারা ইসরায়েল থেকে এক হাজার ৬৬০ কোটি ডলার সমমূল্যের পণ্য ও পরিষেবা ক্রয় করবে। এছাড়া চিপ তৈরির কারখানায় হাজার হাজার ইসরায়েলি শ্রমিক চাকরি পাবে।
কারখানা তৈরি করা হবে ইসরায়েলের কিরিয়াত গেত অঞ্চলে। গাজা স্ট্রিপ থেকে এটির দূরত্ব ৪২ কিলোমিটার। ইসরায়েলে চারটি কারখানা রয়েছে ইন্টেলের। এর মধ্যে একটি কিরিয়াত গেতে অবস্থিত ‘ফ্যাব ২৮’ কারখানা।
এটিই আরো সম্প্রসারণ করা হবে। বিশ্বব্যাপী শক্তিশালী সাপ্লাই চেইন তৈরি করতে চায় ইসরায়েল এই কারখানায় উৎপন্ন চিপের মাধ্যমে। ৭ বা ১০ ন্যানোমিটারের চিপ উৎপাদন করা হয় কারখানাটি। ২০২৮ সালে কারখানাটির সম্প্রসারিত অংশের কাজ শেষ হবে।








০ টি মন্তব্য