https://powerinai.com/

শাওমি নিয়ে আসছে নতুন ইলেকট্রিক গাড়ি

শাওমি নিয়ে আসছে নতুন ইলেকট্রিক গাড়ি শাওমি নিয়ে আসছে নতুন ইলেকট্রিক গাড়ি
 
চীনের ডিজিটাল ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান শাওমি অটোমোবাইল খাতে নাম লেখালো। কোম্পানিটি তাদের নিজস্ব বৈদ্যুতিক গাড়ি প্রদর্শন করেছে। এছাড়াও, শাওমি বিশ্বের শীর্ষ পাঁচটি অটোমোবাইল উৎপাদনকারী কোম্পানির একটি হওয়ার লক্ষ্যও নির্ধারণ করেছে। 

শাওমি দুটি মডেল নিয়ে আসছে:‘এসইউ৭ ম্যাক্স’ এবং ‘এসইউ৭’। ডিজাইন দেখতে অনেকটা পোর্শের মতো। এর উচ্চ গতির পাশাপাশি, গাড়ির সবচেয়ে বড় চমক হল এর ক্রুজিং রেঞ্জ। শাওমি দাবি করেছে যে এটি এক চার্জে ৮০০ কিলোমিটার যেতে পারে। 

এই গাড়িতে মিলবে হাইপার ইঞ্জিন প্রযুক্তি যা ২১ হাজার আরপিএম গতিতে দৌঁড়তে পারবে। কোম্পানি জানিয়েছে, তারা ইতিমধ্যে হাইপার-ইঞ্জিন ভি৮এস তৈরি করা শুরু করে দিয়েছে যা সর্বোচ্চ ২৭ হাজার আরপিএমে চলতে পারবে। 

শাওমি জানিয়েছে ভবিষ্যতে এই গাড়ির একটি ৩৫ হাজার আরপিএম সংস্করণও আনা হবে। গাড়ির প্রতি ঘণ্টা সর্বোচ্চ গতি ২৬৫ কিমি। ২.৭৮ সেকেন্ড সময় নেবে ০ থেকে ১০০ কিমি প্রতি ঘণ্টা গতি স্পর্শ করতে।

যা বর্তমানে উপলব্ধ বহু স্পোর্টস কারেও পাওয়া যায় না। তবে সবথেকে অবাক করে দেওয়া বিষয় গাড়ির রেঞ্জ। বিশ্বব্যাপী নামজাদা গাড়ি কোম্পানি যেমন মার্সিডিজ-বেঞ্জ এবং বিএমডাব্লিউ বিশেষজ্ঞদের দ্বারা ডিজাইন করা হয়েছে এই গাড়ি।

অনেকটা এসইউভি হলেও, গাড়িটির সামগ্রিক চেহারা স্পোর্টস কারের মতো থাকতে পারে বলে শোনা যাচ্ছে। 







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।