একই ঘরে থাকতেন দুই বন্ধু হ্যারি গ্যারল্যান্ড ও রজার মেলেন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে। ক্রোমেমকো নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন এই দুই বন্ধু মিলে।
মাইক্রোপ্রসেসরভিত্তিক কমপিউটার তৈরি করা ছিল উদ্দেশ্য। কোম্পানির নামকরণ করা হয় ক্রোমেমকো বিশ্ববিদ্যালয়ে তাঁদের ছাত্রাবাস ক্রোদার্স মেমোরিয়াল হলের সঙ্গে কোম্পানির কো যোগ করে।
এর এক বছর আগে ১৯৭৫ সালের ডিসেম্বরে দুই বন্ধু তাঁদের সাইক্লোপস ক্যামেরা অ্যালটায়ার কমপিউটারের সঙ্গে যুক্ত করেন। তাঁরা নিরাপত্তা ক্যামেরা হিসেবে ব্যবহার করেন এই ক্যামেরা।
১৯৭৬ সালের অক্টোবরে ক্রোমেমকো তাদের মাইক্রোপ্রসেসরভিত্তিক জেড ৮০ এস–১০০ প্রসেসর বোর্ডের বিজ্ঞাপন দেয়। ব্যবসা সর্বোচ্চ আকার পায় ১৯৮৩ সালে এই কোম্পানির।
ক্রোমেমকোতে ৪৫০ জন কর্মী ছিলেন এবং বার্ষিক বিক্রি ছিল ৪ কোটি ২০ লাখ মার্কিন ডলারের। ১৯৮৬ সালে ক্রোমেমকো ডায়ানাটেকের সঙ্গে একীভূত হয়ে যায়।
১৯৯০ সালে ড. গারল্যান্ড ও অধ্যাপক মেলেন ক্যানন রিসার্চ সেন্টার আমেরিকা ইনকরপোরেটেড প্রতিষ্ঠা করেন।
ক্রোমেমকোর মাইক্রোপ্রসেসরভিত্তিক পণ্য
ক্রোমেমকোর মাইক্রোপ্রসেসরভিত্তিক পণ্য
কমপিউটার জগৎ রিপোর্ট৪৯১৫ টি প্রবন্ধ
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।








০ টি মন্তব্য