এআইয়ের ওপর দক্ষতা মানে কোড লেখার ক্ষমতা নয়। আইবিএমের জেনারেটিভ এআই ইউনিটের গ্লোবাল ম্যানেজিং পার্টনার ম্যাট ক্যান্ডি বলেন, এআই আমাদের অনেক কাজকে সহজ করে তুলবে, নন-টেকনিক্যাল বিভাগের ডিগ্রিধারীদের চাহিদা কমবে না।
কোডিংয়ের দক্ষতা অনেক মূল্যবান। তবে এর মানে এই নয় যে দর্শন, সাহিত্য বা নৃতত্ত্বের মতো বিষয়গুলোর গুরুত্ব কমে যাবে।
এমনকি আর্টসের ডিগ্রী নিয়েও, যারা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভাষা এবং সৃজনশীলতাকে কাজে লাগাতে পারে তারা চাকরির বাজারে এগিয়ে যাবে।
যাদের ভালো ভাষা দক্ষতা এবং ভালো যোগাযোগ দক্ষতা রয়েছে তারা বিশেষ সুবিধা পাবেন। এ প্রসঙ্গে ক্যান্ডি বলেন, "আমাদের প্রোগ্রামিং ভাষা শিখতে হবে না, আমরা প্রোগ্রামিং ভাষা শিখতে পারি।"
পরিবর্তে, এআই শেখানো হচ্ছে কীভাবে আমাদের ভাষায় কথা বলতে হয়। তিনি বলেন, দ্রুত প্রম্পট ইঞ্জিনিয়ারদের চাহিদা ভবিষ্যতে লাফিয়ে লাফিয়ে বাড়বে।
প্রম্পট ইঞ্জিনিয়াররা চ্যাটজিপিটি ও বার্ডের মতো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে মানুষের আচরণ ও চিন্তাভাবনার বিষয়ে প্রম্পট, প্রশ্ন ও তথ্য দিয়ে প্রশিক্ষণ দেওয়ার কাজ করেন।
এই পদে বেতন ভালো হলেও আইটি বিষয়ে দক্ষ হতে হয় না। তখন তাকে ‘হ্যালুসিনেশন’ বলে যখন চ্যাটজিপিটি ও বার্ড যখন ভুলভাল তথ্য দেয়।
এমন কর্মীর প্রয়োজন হবে ল্যাঙ্গুয়েজ চ্যাটবটগুলোর ভাষাগত দক্ষতা তৈরিতে ভাষার ওপর দখল রয়েছে।
কোডিংয়ের দক্ষতা অনেক মূল্যবান। তবে এর মানে এই নয় যে দর্শন, সাহিত্য বা নৃতত্ত্বের মতো বিষয়গুলোর গুরুত্ব কমে যাবে।
এমনকি আর্টসের ডিগ্রী নিয়েও, যারা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভাষা এবং সৃজনশীলতাকে কাজে লাগাতে পারে তারা চাকরির বাজারে এগিয়ে যাবে।
যাদের ভালো ভাষা দক্ষতা এবং ভালো যোগাযোগ দক্ষতা রয়েছে তারা বিশেষ সুবিধা পাবেন। এ প্রসঙ্গে ক্যান্ডি বলেন, "আমাদের প্রোগ্রামিং ভাষা শিখতে হবে না, আমরা প্রোগ্রামিং ভাষা শিখতে পারি।"
পরিবর্তে, এআই শেখানো হচ্ছে কীভাবে আমাদের ভাষায় কথা বলতে হয়। তিনি বলেন, দ্রুত প্রম্পট ইঞ্জিনিয়ারদের চাহিদা ভবিষ্যতে লাফিয়ে লাফিয়ে বাড়বে।
প্রম্পট ইঞ্জিনিয়াররা চ্যাটজিপিটি ও বার্ডের মতো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে মানুষের আচরণ ও চিন্তাভাবনার বিষয়ে প্রম্পট, প্রশ্ন ও তথ্য দিয়ে প্রশিক্ষণ দেওয়ার কাজ করেন।
এই পদে বেতন ভালো হলেও আইটি বিষয়ে দক্ষ হতে হয় না। তখন তাকে ‘হ্যালুসিনেশন’ বলে যখন চ্যাটজিপিটি ও বার্ড যখন ভুলভাল তথ্য দেয়।
এমন কর্মীর প্রয়োজন হবে ল্যাঙ্গুয়েজ চ্যাটবটগুলোর ভাষাগত দক্ষতা তৈরিতে ভাষার ওপর দখল রয়েছে।








০ টি মন্তব্য