তরুণদের প্রিয় প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স, বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে তাদের নতুন গেমিং ফোন হট ৪০আই। এই বৈশিষ্ট্য সমৃদ্ধ, সাশ্রয়ী মূল্যের ফোনটি তরুণদের মোবাইল বিনোদনের অভিজ্ঞতা বাড়িয়ে তুলবে।
হট ৪০আই স্মার্টফোনটি বর্তমানে দারাজ এ একটি বিশেষ ছাড়ে পাওয়া যাচ্ছে। এই গেমিং ফোনটিতে শক্তিশালী অক্টা-কোর প্রসেসর ইউনিসক টি৬০৬ ব্যবহার করার হয়েছে।
এই কর্মক্ষমতা ইনফিনিক্স এর এক্সবুস্ট গেমিং ইঞ্জিন দ্বারা আরও উন্নত করা হয়েছে। এর সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি ২.০ গিগাহার্জ। গেমাররা ইনফিনিক্সের তৈরি গেম ইঞ্জিনের মাধ্যমে তাদের পছন্দ অনুযায়ী গেমের সেটিংস পরিবর্তন করতে পারবে।
এই ফোনে আছে ৬.৬ ইঞ্চির ৯০ হার্জ এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে এবং ৫০০০ অ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি। সাথে আছে ১৮ ওয়াট ফাস্ট চার্জার।
ফোন ব্যবহারে স্বাচ্ছন্দ্য আনবে হট ৪০আই ফোনটির ডিসপ্লেতে থাকা ম্যাজিক রিং। এই নতুন ফিচারটি ব্যবহারকারীদের ফেস লক স্ট্যাটাস, চার্জিং স্ট্যাটাস এবং ভয়েস কলের ব্যাপারে জানাবে।
৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ধারণক্ষমতার ফোনটি গতি আনবে গেমিং ও অন্যান্য কাজে। ফোনটিতে আরও আছে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
ডিভাইসটিতে আছে ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা এবং সেলফি ক্যামেরা ৩২ মেগাপিক্সেলের। হট ৪০আই হল একটি কম বাজেটের প্রিমিয়াম ফোন যার দাম ১৩,৯৯৯ টাকা৷
এই ফোনটি পাম ব্লু, হরাইজন গোল্ড এবং স্টারলাইট গোল্ড তিনটি রঙে বাজারে পাওয়া যাচ্ছে।








০ টি মন্তব্য