দ্বাদশ সংসদীয় নির্বাচনে সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনী। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ভোটকেন্দ্রে এবং আশেপাশে বহিরাগতদের শনাক্ত করতে অন-সাইট আইডেন্টিফিকেশন অ্যান্ড ভেরিফিকেশন সিস্টেম (ওআইভিএস) প্রযুক্তি ব্যবহার করবে।
আঙুলের ছাপ ছাড়াও, যেকোনো ব্যক্তির তথ্য তাদের জাতীয় পরিচয়পত্র নম্বর বা জন্ম তারিখের তথ্যের মাধ্যমে সহজেই একটি মোবাইল ডিভাইসে পাওয়া যাবে।
কোনো ব্যক্তি যদি অপরাধী হয়, তাহলে তার নাম পরিচয় সহ যাবতীয় তথ্য এই ডিভাইস আইন-শৃঙ্খলা বাহিনীকে অবগত করবে।
ওই ব্যক্তি যদি অপরাধী বা তার নামে কোন মামলা থেকে থাকে বা পলাতক আসামি হয়ে থাকেন তাহলে আপনাকে খুঁজে তথ্য দেবে এই ডিভাইস।
একইসঙ্গে ডিভাইসটি হারিয়ে যাওয়া ব্যক্তি এমনকি মৃত ব্যক্তিকেও শনাক্ত করতে পারে।এ নিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট নিশ্চিত করতে এবারই প্রথমবারের মতো র্যাব ওআইভিএস ব্যবহার করছে।
নির্বাচনী পরিবেশ বিনষ্ট করার লক্ষ্যে যারা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করবে তৎক্ষণাৎ তাদের পরিচয় নিশ্চিত করাসহ ভোট কেন্দ্র ও তার আশপাশের এলাকায় ঘোরাঘুরি করা সন্দেহজনক ব্যক্তিদের সনাক্তসহ ডিভাইসটির মাধ্যমে খুব সহজেই সহিংসতাকারীদের সনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
ভোটকেন্দ্র ও এর আশপাশের এলাকায় বহিরাগতদের পরিচয় শনাক্তে টহল দলের কাছে ওআইভিএস থাকবে। র্যাব এক এলাকার ভোটার অন্য এলাকায় গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে কি না তা ধরতেও যন্ত্রটি ব্যবহার করবে।
আঙুলের ছাপ ছাড়াও, যেকোনো ব্যক্তির তথ্য তাদের জাতীয় পরিচয়পত্র নম্বর বা জন্ম তারিখের তথ্যের মাধ্যমে সহজেই একটি মোবাইল ডিভাইসে পাওয়া যাবে।
কোনো ব্যক্তি যদি অপরাধী হয়, তাহলে তার নাম পরিচয় সহ যাবতীয় তথ্য এই ডিভাইস আইন-শৃঙ্খলা বাহিনীকে অবগত করবে।
ওই ব্যক্তি যদি অপরাধী বা তার নামে কোন মামলা থেকে থাকে বা পলাতক আসামি হয়ে থাকেন তাহলে আপনাকে খুঁজে তথ্য দেবে এই ডিভাইস।
একইসঙ্গে ডিভাইসটি হারিয়ে যাওয়া ব্যক্তি এমনকি মৃত ব্যক্তিকেও শনাক্ত করতে পারে।এ নিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট নিশ্চিত করতে এবারই প্রথমবারের মতো র্যাব ওআইভিএস ব্যবহার করছে।
নির্বাচনী পরিবেশ বিনষ্ট করার লক্ষ্যে যারা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করবে তৎক্ষণাৎ তাদের পরিচয় নিশ্চিত করাসহ ভোট কেন্দ্র ও তার আশপাশের এলাকায় ঘোরাঘুরি করা সন্দেহজনক ব্যক্তিদের সনাক্তসহ ডিভাইসটির মাধ্যমে খুব সহজেই সহিংসতাকারীদের সনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
ভোটকেন্দ্র ও এর আশপাশের এলাকায় বহিরাগতদের পরিচয় শনাক্তে টহল দলের কাছে ওআইভিএস থাকবে। র্যাব এক এলাকার ভোটার অন্য এলাকায় গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে কি না তা ধরতেও যন্ত্রটি ব্যবহার করবে।








০ টি মন্তব্য