https://powerinai.com/

নতুন প্রযুক্তি মনিটরে

নতুন প্রযুক্তি মনিটরে নতুন প্রযুক্তি মনিটরে
 
উচ্চ রিফ্রেশরেটের মনিটর চায় গেমাররা, যাতে সেকেন্ডে ১৫০+ ফ্রেম সেটি দেখাতে পারে। তবে ১০৮০পি রেজল্যুশনের ওপরে এমন ফ্রেমরেটে গেম চালাতে পারে না বেশির ভাগ পিসিই। 

গেমিং মনিটরগুলি বেশিরভাগই ১০৮০পি রেজোলিউশনে সীমাবদ্ধ। গেমিং ছাড়া বাকি সব কাজেই অন্তত ১৪৪০পি বা ৪কে রেজল্যুশন বাঞ্ছনীয়, গেমাররা সেটি থেকে বঞ্চিত হচ্ছে। 

তাই ডুয়াল রেজল্যুশন ও রিফ্রেশরেট সমর্থন নিয়ে নতুন ভেসা ১.১ স্ট্যান্ডার্ড নিয়ে বাজারে আসছে। এ বছর নতুন ফিচার নিয়ে বাজারে আসছে এলজির পাশাপাশি আরো অনেক মনিটর ১০৮০পি, ২৪০ হার্জ এবং ৪কে, ১৪৪ হার্জ, দুটি রেজল্যুশনেই চলতে সক্ষম এমন ফিচার।

এতে রেজল্যুশন কমিয়েও গেম খেলার সময় স্কেলিংয়ের ঝাপসা ইফেক্ট ছাড়াই ১০৮০পি-তে উচ্চ ফ্রেমরেটে খেলা যাবে গেম, আবার ৪কে রেজল্যুশনের ডিটেইলসও উপভোগ করা যাবে অন্যান্য কাজের সময়। 







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।