কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংবলিত পণ্য বাজারে আনার দৌড়ে অ্যাপল এখনও পিছিয়ে। সর্বশেষ আইফোন ১৫ সিরিজের ফোনগুলোতে খুব বেশি এআই ফিচার নেই।
গুগল, মেটা এবং স্যামসাং সকলেই এআই পণ্য সম্পর্কে বিভিন্ন ঘোষণা দিয়েছে, অ্যাপল নীরব রয়েছে। তবে এই শূন্যস্থান পূরণ করতে তারা আইফোনে এআই ফিচার আনবে।
টেক জায়ান্টটি জুনে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার কনফারেন্সে (ডাব্লিউডাব্লিউডিসি) জেনারেটিভ এআই ফিচার নিয়ে আসার ঘোষণা দেব।
নতুন এসব ফিচার অটো সামারাইজিং, অটো কমপ্লিট (অ্যাপের জন্য) এবং অ্যাপল মিউজিক অ্যাপের সঙ্গে এআইয়ের মেলবন্ধন ঘটাবে। আরো আধুনিক হবে সিরি এবং ডেভেলপারদের কাজের সুবিধার্থে আসবে এআইভিত্তিক টুল।
ফিচারগুলো ব্যবহার করা যাবে আইওএস ১৮-তে। এই এআই ফিচার সংযোজন ২০২৫ সাল পর্যন্ত অব্যাহত থাকবে। এটি লক্ষণীয় যে অ্যাপল বর্তমানে এআইয়ের কমতি মিক্সড রিয়ালিটি হেডসেট ভিশন প্রো দিয়েই কাটিয়ে উঠতে যাচ্ছে।
বাজারে আসছে বাস্তব ও ভার্চুয়াল জগতের সংমিশ্রণ ঘটানোর হেডসেটটি।
গুগল, মেটা এবং স্যামসাং সকলেই এআই পণ্য সম্পর্কে বিভিন্ন ঘোষণা দিয়েছে, অ্যাপল নীরব রয়েছে। তবে এই শূন্যস্থান পূরণ করতে তারা আইফোনে এআই ফিচার আনবে।
টেক জায়ান্টটি জুনে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার কনফারেন্সে (ডাব্লিউডাব্লিউডিসি) জেনারেটিভ এআই ফিচার নিয়ে আসার ঘোষণা দেব।
নতুন এসব ফিচার অটো সামারাইজিং, অটো কমপ্লিট (অ্যাপের জন্য) এবং অ্যাপল মিউজিক অ্যাপের সঙ্গে এআইয়ের মেলবন্ধন ঘটাবে। আরো আধুনিক হবে সিরি এবং ডেভেলপারদের কাজের সুবিধার্থে আসবে এআইভিত্তিক টুল।
ফিচারগুলো ব্যবহার করা যাবে আইওএস ১৮-তে। এই এআই ফিচার সংযোজন ২০২৫ সাল পর্যন্ত অব্যাহত থাকবে। এটি লক্ষণীয় যে অ্যাপল বর্তমানে এআইয়ের কমতি মিক্সড রিয়ালিটি হেডসেট ভিশন প্রো দিয়েই কাটিয়ে উঠতে যাচ্ছে।
বাজারে আসছে বাস্তব ও ভার্চুয়াল জগতের সংমিশ্রণ ঘটানোর হেডসেটটি।








০ টি মন্তব্য