টিকটক শরীরচর্চার ভিডিও বা কনটেন্ট আলাদাভাবে প্রদর্শনের উদ্যোগ নিয়েছে। এই লক্ষ্যে চীনা সোশ্যাল মিডিয়া ‘টিকটক ফিটনেস’ নামে একটি নতুন হাব চালু করতে চলেছে।
অতএব, ব্যবহারকারীরা সহজেই একই জায়গায় শরীরচর্চাবিষয়ক সম্পর্কিত বিভিন্ন ভিডিও খুঁজে পাবে। টিকটক শরীরচর্চার মানসম্পন্ন ভিডিও তৈরির জন্য ফিটনেস নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘পেলোটন’ এর সঙ্গে চুক্তিও করেছে।
চুক্তির অধীনে, পেলোটন ‘টিকটক ফিটনেস’ হাবের জন্য শরীরচর্চার স্বল্পদৈর্ঘ্যের ভিডিও, টিপস, তারকাদের শরীরচর্চার পদ্ধতি ও প্রশিক্ষকদের দেওয়া বিভিন্ন পরামর্শমূলক ভিডিও তৈরি করবে।
সংস্থাটি সরাসরি অনলাইন প্রশিক্ষণ প্রদান করবে, দক্ষ প্রশিক্ষকদের মাধ্যমে শরীরচর্চার কার্যকলাপের সুযোগ প্রদান করবে।
এই বিষয়ে, পেলোটনের ভাইস প্রেসিডেন্ট অলি স্নোডি বলেন, “আমাদের অবশ্যই বুঝতে হবে যে আমাদের শরীরচর্চার ধরন ক্রমাগত পরিবর্তিত হচ্ছে।
টিকটকের সঙ্গে যৌথভাবে কাজ করার মাধ্যমে, আমরা আরও নতুন ব্যবহারকারীদের কাছে পৌঁছানোর সুযোগ পাব।








০ টি মন্তব্য