৫ বছরের প্রচেষ্টায় ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের প্রাক্তন শিক্ষার্থী নাহিয়ান আল রহমান অলি ও তাঁর দল ‘ধূমকেতু এক্স’ সরকারি আর্থিক সহায়তায় তৈরি করেছে আবহাওয়া রকেট প্রটোটাইপ 'একুশে-১'।
৫০ লাখ টাকা বাজেটের, আবহাওয়া পর্যবেক্ষণের সার্কিট ও সেন্সরসমৃদ্ধ এই রকেটটি ফেব্রুয়ারিতে প্রথম উৎক্ষেপিত হবে, যা পৃথিবীর উচ্চ বায়ুমণ্ডলে নিয়ে আবহাওয়ার বিভিন্ন বার্তা সংগ্রহ করে আবার ফিরিয়ে আনা হবে।
আইসিটি মন্ত্রণালয়ের a2i প্রজেক্ট আয়োজিত ইনোভেশন চ্যালেঞ্জ-এ চলতি বছর চ্যাম্পিয়ন হয়েছিল টিম ধূমকেতু-এক্স। a2i-ই রকেটটি সম্পন্ন করতে ৫০ লাখ টাকা সহায়তা করে।
৫০ লাখ টাকা বাজেটের, আবহাওয়া পর্যবেক্ষণের সার্কিট ও সেন্সরসমৃদ্ধ এই রকেটটি ফেব্রুয়ারিতে প্রথম উৎক্ষেপিত হবে, যা পৃথিবীর উচ্চ বায়ুমণ্ডলে নিয়ে আবহাওয়ার বিভিন্ন বার্তা সংগ্রহ করে আবার ফিরিয়ে আনা হবে।
আইসিটি মন্ত্রণালয়ের a2i প্রজেক্ট আয়োজিত ইনোভেশন চ্যালেঞ্জ-এ চলতি বছর চ্যাম্পিয়ন হয়েছিল টিম ধূমকেতু-এক্স। a2i-ই রকেটটি সম্পন্ন করতে ৫০ লাখ টাকা সহায়তা করে।








০ টি মন্তব্য