https://comcitybd.com/brand/Havit

প্রযুক্তির খবর

ব্যবসার প্রসারে ২০২৪ সালের জন্যে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স টুল

ব্যবসার প্রসারে ২০২৪ সালের জন্যে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স টুল ব্যবসার প্রসারে ২০২৪ সালের জন্যে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স টুল
 

আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই) বর্তমানে দ্রুত অগ্রসরমান ডেটা ভিত্তিক প্রযুক্তি যা বিশ্বজুড়ে আলোচিত। ক্ষুদ্র অনলাইন উদ্যোক্তা থেকে বৃহৎ ই-কমার্স ব্যবসায়ীর জন্যে তথ্য বা ডেটার বিশ্লেষণের ওপর ভিত্তি করে ব্যবসা ফলপ্রসূ করা অনেক বেশি লাভজনক। প্রযুক্তি প্রতিষ্ঠান ‘আইবিএম’র তথ্যানুসারে ২০২২ সালের ৩৫ ভাগ অনলাইন ব্যবসা সম্প্রসারণে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সহায়তা নেয়। ‘প্রিসিডেন্স রিসার্চ’র তথ্য অনুযায়ী ২০৩০ সালে বিশ্বে এআই বা আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স মার্কেট ১.৫ ট্রিলিয়ন মার্কিন ডলার হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে অনলাইন দুনিয়াতে প্রতিযোগী পর্যবেক্ষণ, কনটেন্ট ও ভিডিও তৈরি, ওয়েবসাইট বিল্ডার, ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট, ব্যবসা নিয়ন্ত্রণ, প্রোডাক্ট বিক্রয়, চ্যাটবট, অনলাইন নিরাপত্তা ব্যবস্থাপনা, ই-কমার্স ব্যবসা, প্রেজেন্টেশন, ব্লগ পোস্ট, অডিও এবং ভিডিও এডিট, এআই ইমেজ তৈরির মতন সৃষ্টিশীল বিষয়ে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স টুল প্রযুক্তি বিশ্বে জনপ্রিয় মাধ্যম। 


২০২৪ সালে ব্যবসা, অনলাইন নিরাপত্তা, ই-কমার্স, ওয়েবসাইট বিল্ডার, প্রোডাক্ট সাজেশন শপিং অ্যাসিস্টেন্ট এর মতন বেশকিছু সময় উপযোগী ‘আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স বা এআই’ টুলের কথা উল্লেখ করা তুলে ধরা হলো, যেগুলো আপনার ব্যবসায়িক এবং প্রাত্যহিক জীবন অনেক সহজ করে তুলবে।   

                

প্রতিযোগীর আপডেট পর্যবেক্ষণ 


আপনার ব্যবসায়িক প্রতিযোগী ব্যবসার জন্যে ঘণ্টায় ঘণ্টায় কি করছেন সেটা আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স টুল ‘ব্রাউজার এআই’ browse.ai দিয়ে পর্যবেক্ষণ করতে পারবেন। ২০২০ সালে কোম্পানিটি যাত্রা শুরু করে এবং ২০২৩ সালে এসে ২ লক্ষ ৫০ হাজারের বেশি ইউজার তাদের এখন। কখন কি গুরুত্বপূর্ণ আপডেট প্রতিযোগী নিচ্ছেন যেমনঃ নতুন প্রোডাক্ট যোগ, মূল্য পরিবর্তন ইত্যাদির তথ্যাদি ইমেইল অ্যালার্টের মাধ্যমে কিওয়ার্ড এবং প্রোডাক্টের বিষয়ে জানা যাবে। ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ থেকে ডেটা নিয়ে প্রতিযোগীর প্রোডাক্ট মূল্য, ডিসকাউন্ট, প্রোমোশন সম্পর্কে জেনে মার্কেট অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেন। প্রোডাক্ট তথ্য সংগ্রহে নাম, বিস্তারিত তথ্য, ছবি, প্রোডাক্ট ধরণ এগুলো জানা, প্রতিষ্ঠান কত সময় তাদের কার্যক্রম পরিচালনা করে, দোকানের লোকেশন কোথায়, ব্র্যান্ডের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম পর্যবেক্ষণ, বিক্রয় ও মার্কেটিংয়ে লিড জেনারেশন করা ব্যবসায়িক ডিরেক্টরি থেকে তথ্য নিয়ে, এবং রিভিউ, কমেন্ট অথবা সোশ্যাল মিডিয়া পোস্ট, কাস্টমারের ফিডব্যাক ও অনুভূতি জেনে ব্যবসায়িক সম্প্রসারণ ও লাভজনকে পদক্ষেপ নেয়া সহজ হয় ‘ব্রাউজার এআই’ টুলটি ব্যবহার করে। ১ লক্ষ ব্যবহারকারী কোম্পানিটি অরগানিক উপায়ে পায় ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত। ‘স্ট্যাটার’, ‘প্রফেশনাল’ এবং ‘টিম’ এই তিনটি প্ল্যানে ব্যবহারকারী যথাক্রম ১৯, ৯৯ এবং ২৪৯ মার্কিন ডলায় খরচ করে ডেটা সংগ্রহ করতে পারবেন। আর ব্যবহারকারীরা ২ বিলিয়নের বেশি ডেটা বা তথ্য ‘ব্রাউজার. এআই’ ব্যবহার করে এখন পর্যন্ত সংগ্রহ করেছেন।    


লোগো, ব্র্যান্ডিং এবং কনটেন্ট তৈরি 


ডিজিটাল প্রযুক্তির এই যুগে প্রতিষ্ঠানের ব্র্যান্ডকে শক্তিশালী এবং ব্যবসার প্রসারে এনগেজমেন্ট কনটেন্ট তৈরিতে সৃষ্টিশীল টুল হিসেবে ‘লুকা.কম’ প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন। এতে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স’র ব্যবহারের মাধ্যমে ব্যবসা প্রক্রিয়া সহজ এবং অর্থ সাশ্রয় হবে। ‘লুকা’ টুলটি লোগো, কার্ড পোস্টারের মতন ডিজাইনে সাহায্য করে, কিন্তু আপনাকে প্রয়োজনীয় ফাইল ও ছবি প্রদান করতে হবে কাস্টম ডিজাইন করতে। একবার লোগো নিশ্চিত হলে টুলটি প্রতিষ্ঠানের ধরণ অনুযায়ী একটা আবহ সরবরাহ করে, যাতে প্রতিষ্ঠানের সাথে সামাঞ্জস্য হয়। এতে ব্র্যান্ডের ডিজাইন ও লোগোর জন্যে রঙ, ফন্ট এবং একটা আকর্ষণীয় ভাব প্রদানের সুবিধা রয়েছে। ৩০০ এর অধিক ব্র্যান্ডেড ট্যামপ্লেট রয়েছে ‘লুকা’ প্ল্যাটফর্মটির যা সোশ্যাল প্রোফাইল, পোস্ট, বিজনেস কার্ড, পোস্টার, ইনভয়েস, নিউজলেটার, ওয়েবসাইটের ব্যানার ডিজাইন করতে পারবেন। ২০২৩ সালে ৮৪০ হাজার মার্কিন ডলার ‘লুকা’ আয় করে এবং ২০ মিলিয়নের বেশি ব্যবহারকারী ‘লুকা’র রয়েছে। অপরদিকে, যারা কনটেন্ট তৈরি নিয়ে চিন্তিত ভাষাগত কারণে, তাদের জন্যে ‘কপি.এআই’ আপনার টিমের জন্যে ব্যক্তিগত কপিরাইটার এর মতন কাজ করবে। সোশ্যাল মিডিয়া ক্যাপশন, ব্লগ কনটেন্ট, বিজ্ঞাপন কপি এবং ই-কমার্সের প্রোডাক্ট ডেসক্রিপশনের জন্যে ৯৫ এর অধিক ভাষায় আকর্ষণীয় কনটেন্ট তৈরিতে সাহায্য করে। ‘কপি এআই’র তৈরি কনটেন্ট ওয়েবসাইটের প্রতি কাস্টমারকে আগ্রহী করে ক্রেতাকে প্রোডাক্ট কিনতে আকর্ষিত করে। ১০ মিলিয়নের বেশি ব্যবহারকারী ‘কপি.এআই’ ব্যবহার করেন। ৪ টি পেইড ভার্সনে প্রো, টিম, গ্রোথ এবং স্কেল একজন ব্যবহারকারী প্রতি মাসে যথাক্রম ৩৬, ১৮৬, ১ হাজার এবং ৩ হাজার মার্কিন ডলারে ব্যবহার করতে পারেন। ২০২৩ সালে প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত ১২ মিলিয়ন মার্কিন ডলার আয় করে।  আরেকটি টুল হচ্ছে ‘জেসপার’, এটিও ব্লগ পোস্ট, ওয়েব কনটেন্ট, ভিডিও স্ক্রিপ্ট, মার্কেটিং কপি, সেলস ইমেইল, এসইও কনটেন্ট এবং ফেসবুক বিজ্ঞাপনের জন্যে কনটেন্ট তৈরিতে সাহায্য করে ১০ গুণ দ্রুত কাজ করে আপনার সময় সাশ্রয় করে। জেসপারে ৫০ টির বেশি ট্যামপ্লেট, ৩০ টির অধিক ভাষার উপযোগী এবং ক্রমো এক্সটেনশনের মাধ্যমে কাজ করতে পারবেন। জেসপারে ফিচার এআই পরিষেবার মধ্যে রয়েছে জেসপার আর্টের মাধ্যমে ব্লগ হেডার ইমেজ তৈরি, ইমেইল কম্পাইল, জব ডেসক্রিপশন ও রিকমন্ডেশন লেটার লেখা, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ এবং লিংকডইন হেডলাইন, ইউটিউব স্ক্রিপ তৈরির মতন সুবিধা। প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রে সানফ্রানসিসকো’তে অবস্থিত ১.২ বিলিয়ন মার্কিন ডলারের ‘জেসপার এআই’ প্রতিষ্ঠানটির ৭০ হাজারের বেশি ব্যবহারকারী রয়েছে, আর প্রতি মাসে ২৯ এবং ৯৯ মার্কিন ডলারের সাবস্ক্রিপশন মডেলের ‘জেসপার এআই’তে ৪.৫ বিলিয়ন শব্দ লেখা হয়েছে। ২০২২ সালে ৮০ মিলিয়ন মার্কিন ডলার আয় করে মূলত ‘জেসপার এআই’ ব্যবহারকারীর ৪০ ভাগ মার্কেটার, ২০ ভাগ কনটেন্ট ক্রিয়েটর, ১৫ ভাগ ছাত্র-ছাত্রী এবং ১০ ভাগ ব্যবসায়িক উদ্যোক্তা। কনটেন্ট রাইটারদের কাছে খুব পরিচিত আরেকটি এআই রাইটার এবং এসইও কনটেন্ট অপটিমাইজেশন টুল হচ্ছে ‘ফ্রেস’। রিসার্চধর্মী  এসইও ফ্রেন্ডলি কনটেন্ট দ্রুত লিখতে ‘ফ্রেস’ বেশ বিখ্যাত। উচ্চ কনভার্ট এর ব্লগ ভূমিকা, হেডিং এবং ব্র্যান্ডের প্রশ্ন ও উত্তর লেখাতে দারুণ কার্যকরী। অ্যাপ টুলটি অ্যানালিটিক্স এবং ইনসাইট ফিচার আপনাকে উন্নত কনটেন্ট লিখতে সাহায্য করবে। এআই আপনার কনটেন্ট মূল্যায়িত করবে এবং লেখার উন্নয়ন ঘটাবে। সোলো প্ল্যান ১৪.৯৯ মার্কিন ডলারে প্রতি মাসে ৪ টি অপটিমাইজ আর্টিকেল, বেসিক প্ল্যানে ৪৪.৯৯ মার্কিন ডলারে প্রতি মাসে ৩০ টি আর্টিকেল এবং টিম প্ল্যানে মাসে আনলিমিটেড আর্টিকেল ১১৪ মার্কিন ডলার খরচ করে লিখতে পারবেন। ওয়েবসাইটের ব্লগ কিংবা পত্রিকাতে ইংরেজিতে লেখার সময় ব্যাকরণগত ভুল হতে পারে, গ্রামারলি.কম টুল অ্যাপটি সেই ভুল সংশোধন করে নতুন শব্দের সাজেশন দিয়ে লেখাকে প্রাণবন্ত করে। প্রতিদিন ৩০ মিলিয়নের বেশি মানুষ এবং ৭০ হাজার টিম বিশ্বজুড়ে গ্রামারলি’র আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সলিউশনের ওপর নির্ভর করে। ৫ লক্ষের বেশি ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশনে ইংরেজি কমিউনিকেশন অ্যাসিস্টেন্ট হিসেবে এআই নির্ভর গ্রামারলি ব্যবহার হয়। রাইটিং স্কিল ভালো করতে কোম্পানিটি ‘গ্রামারলি ফর এডুকেশন’, ‘গ্রামারলি বিজনেস’র মতন বেশ কিছু প্ল্যান রেখেছে। ব্রাউজার, এমএসওয়ার্ড ফাইলের মাধ্যমে ব্যাকরণ শুদ্ধ করে দেয় গ্রামারলি।     


এআই ওয়েবসাইট বিল্ডার 


ফ্রেমার এআই ডায়নামিক, রেসপনসিভ ডিজাইন সুবিধা দেয় ই-কমার্সের ওয়েবসাইট তৈরিতে। এর ড্যাশবোর্ড এবং কাস্টমাজেবল ট্যামপ্লেট, এবি টেস্টিং, ডেটা নির্ভর ওয়েবসাইটের জন্যে কার্যকরী। ‘ফ্রেমার’র বেসিক ডিজাইন, কাস্টমার সাপোর্ট এনগেজমেন্ট ফ্রেন্ডলি, ইন্টিলিজেন্স এসইও টুল এবং অ্যানালিটিক্স সাইটের পারফর্মেন্স নির্ধারণে সহায়তা করে। পেজ ও সেকশন ইনসার্ট, পূর্ব থেকে তৈরি পেজ, হেডার, ফুটার, নেভিগেশন, লে-আউট, সাইডবার পজিশন, লাইট ও ডার্ক মোড থিম, কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস)’র জন্যে পেজ, ব্লগ, ফিল্ড, ফিল্টার, লেখার ফন্ট সুবিধা সম্বলিত ‘ফ্রেমার এআই’ ওয়েবসাইট বিল্ডার। কোন প্রকার কোড ছাড়া অ্যানিমেশন, বিভিন্ন রংয়ের মাধ্যমে এনগেজিং একটি ডায়নামিক ওয়েবসাইট সুবিধা প্রদান করে ওয়েবসাইট বিল্ডারটি। এসইও পারফর্মেন্সে গুগল অ্যানালিটিক্স, জিডিপিআর ইস্যুগুলো ট্র্যাক করে। সিমেন্টিক ত্যাগ, দ্রুত ওয়েবসাইট হোস্টিংয়ে লোড, সাইটম্যাপ কনট্রোল ও ইনডেক্স সহজ করেছে। কাস্টমাইজ পেজ ইউআরএল এবং টাইটেল, রিয়েল টাইম আপডেট’র কারণে সাইটে আরও ভিজিটর আনার উপযোগী করে তোলে। বিভিন্ন ভাষা এবং অঞ্চলের জন্যে উপযোগী করে তৈরি সাইট বিল্ডার ‘ফ্রেমার’।                                

 

এআই অ্যাসিস্টেন্ট 


জার্মান রিসার্চ প্রতিষ্ঠান ‘স্ট্যাটিস্টা’র হিসেবে শুধুমাত্র আমেরিকাতে ২০২৬ সাল নাগাদ ১৫০ মিলিয়নের বেশি ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহারের সম্ভাবনা রয়েছে। ২০১৬ সালে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স নির্ভর ভয়েস ভিত্তিক ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট ‘গুগল অ্যাসিস্টেন্ট’ যাত্রা শুরু করে। স্মার্টফোন, হেডফোন, হোম অ্যাপিলিয়েন্স এবং গাড়িতে এআই অ্যাসিস্ট্যান্ট হিসেবে বর্তমানে এআই টুলটি ব্যবহার হয়। ১ হাজার ব্র্যান্ডের ১০ হাজারের মতন ডিভাইস গুগল অ্যাসিস্টেন্ট সাপোর্ট করে। ভয়েস ও টেক্সট, ভয়েস এক্টিভেটেড কনট্রোল, টাস্ক, রিমাইন্ডার, অ্যাপয়েন্টমেন্ট, রিয়েল টাইম অনুবাদের মতন সুবিধা এতে রয়েছে। অপরদিকে, গত কয়েক বছর ধরে এআই নির্ভর অ্যামাজন’র ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট ‘অ্যালেক্সা’ জনপ্রিয় হয়ে উঠছে। ভয়েস ব্যবহার, ন্যাচারাল ল্যাংগুয়েজ প্রোসেসিং, ভয়েস কোয়েরি, এবং আরও অনেক কাজ ‘অ্যালেক্সা’ টুলটি করে। ‘টু-ডু লিস্ট, সেটআপ অ্যালার্ম, রিয়েল টাইম আবহাওয়া এবং ট্রাফিক ডেটা, প্লে অডিওবুক, এবং পডকাস্ট স্ট্রিমিং’র মতন সুবিধা ফিচারে বিদ্যমান। অ্যালেক্সা’র সাথে ৪০০ মিলিয়নের বেশি স্মার্ট ডিভাইস ঘরের কানেক্টেড রয়েছে।              


ব্লগের জন্যে এআই ইমেজ তৈরি 


সার্চইঞ্জিনের প্রেক্ষাপটে ব্লগের জন্যে ইউনিক মানসম্পন্ন আর্টিকেল লিখতে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স বর্তমান সময়ে বেশ আলোচিত। অল্প সময়ে কনটেন্ট তৈরি করে ওয়েবসাইটের জন্যে ভিজিটর আনতে বেশ ভালো ভূমিকা রাখে। আর্টিকেল লেখা সময় সাপেক্ষ ব্যাপার, আর সেজন্যে ‘মিডজার্নি’ টেক্সট ইমেজ ব্লগের জন্যে দ্রুত করে দিতে পারবে। ১০,৩০,৬০ এবং ১২০ মার্কিন ডলারের বিনিময়ে প্রতি মাসে ইউনিক এআই ইমেজ তৈরি করতে পারবে ব্যবহারকারী। ১৬ মিলিয়নের বেশি রেজিস্টার্ড ‘মিডজার্নি’ ব্যবহারকারী রয়েছেন। বর্তমানে ২০০ মিলিয়ন মার্কিন ডলারের ওপর আয় রয়েছে। 


প্রফেশনাল প্রেজেন্টেশনে এআই 


ব্যবসার জগতে প্রেজেন্টেশন আপনার প্রতিষ্ঠানকে অন্যরকম পর্যায়ে নিয়ে যেতে পারে, বিশেষ করে যখন কোন প্রোডাক্ট সম্পর্কে ক্রেতা বা সার্ভিস নেয়া কম্পানির কাছে তথ্য উপস্থাপনের ব্যাপার আসবে। আমরা সাধারণত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেই অডিয়েন্সকে আকৃষ্ট করতে, আর ‘বিউটিফুল.এআই’ টুলটি কাজটিকে আরও সৃষ্টিশীল করে। প্রফেশনাল ডিজাইনারের দরকার পরেনা, শুধুমাত্র প্রেজেন্টেশন সম্পর্কে বিস্তারিত তথ্য উপাত্তে কনটেন্ট প্রদান করলে হবে। ৭৮ হাজারে বেশি কোম্পানি প্রফেশনাল প্রেজেন্টেশনে ‘বিউটিফুল.এআই’র ওপর আস্থা রাখে। ৩ টি পেইড ভার্সনে যেমনঃ প্রতি মাসে প্রো’তে ১২ ও টিম ভার্সনে ৪০ মার্কিন ডলারে এবং এন্টারপ্রাইজ ভার্সনে প্রতিষ্ঠানটির সাথে যোগাযোগ করে টুলটি কিনে  প্রেজেন্টেশন ১০ গুণ দ্রুত করতে পারেন। আনলিমিটেড স্লাইড, পাওয়ার পয়েন্ট, ড্রপবক্স, এআই কনটেন্ট তৈরি, কাস্টম টেমপ্লেট লাইব্রেরি, ফ্রি এনগেজমেন্ট ফটো, ভিডিও এবং অ্যানিমেশন এর সাথে অ্যাডভান্সড অ্যানালিটিক্স ব্যবহারের সুবিধা রয়েছে। এছাড়া কাস্টম কোম্পানি থিম ব্যবহার করে আপনার প্রেজেন্টেশনকে প্রাণবন্ত করুন। বছরে ৭.৭ মিলিয়ন মার্কিন ডলার বিউটিফুল.এআই আয় করে। 

         

উচ্চমানসম্পন্ন প্রোডাক্ট শট এবং ভিডিও এডিটিং 


অনলাইন ব্যবসায় প্রোডাক্ট ভিডিও এবং এডিটিং বেশ গুরুত্ব রাখে। একজন প্রফেশনাল ফটোগ্রাফার বেশ সময় এবং ব্যয় সাপেক্ষ। আর এক্ষেত্রে ‘রানওয়েএমএল.কম’ প্রোডাক্ট শটের কাজ সহজ করেছে। যদি আপনি ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমে মানুষের ছবি প্রচার করতে চান, কিন্তু বাজেট স্বল্পতা থাকে তাহলে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ভিত্তিক ভিডিও এডিটিং টুলটির মাধ্যমে কাজ করতে পারেন। ইমেজ, টেক্সট কিংবা ভিডিও ক্লিপকে ফিল্মের মত করে ফেলতে পারে। ১.৫ বিলিয়ন মার্কিন ডলারের ‘রানওয়ে’ কোম্পানি ২০২৩ সালে ১৫.৯ মিলিয়ন মার্কিন ডলার আয় করে এবং ২০২২ সালের হিসেবে ১০ মিলিয়নের বেশি ব্যবহারকারী এআই টুলটির রয়েছে। ৪ ধরণের পেইড ভার্সন যথাক্রমে ১২, ২৮, ৭৬ মার্কিন ডলার এবং কাস্টমারের প্রয়োজন অনুযায়ী সার্ভিস নিতে পারেন। আনলিমিটেড ভিডিও এডিট প্রজেক্টে কাজ করা যাবে। 


ব্যবসা নিয়ন্ত্রণে এআই টুল 


প্রফেশনাল ইমেইল সেকেন্ডের মধ্যে লেখাতে ‘মারলিন.ইন’র মাধ্যমে গুগল ক্রোমো এক্সটেনশন ব্যবহার করতে পারেন। তিনটি পেইড ভার্সনে ১৪.২৫, ২২.৭৫ এবং ৬৯.৪২ মার্কিন ডলারে প্রতি মাসে এআই টুলটি ব্যবহার করা যাবে। লাইভ ওয়েব ডেটা, এআই অ্যাসিস্টেন্ট যেকোন ওয়েবসাইটের জন্যে, গুগল সার্চ ও ইউটিউব সামারি’র জন্যে চ্যাটজিপিটি, টুইটার ও লিংকডইনের জন্যে চ্যাটজিপিটি রাইটার, ব্লগ, আর্টিকেল, ইমেজ তৈরির মতন ফিচার মারলিন’তে রয়েছে। অপরদিকে, নোট নেয়ার ক্ষেত্রে ‘মিম.এআই’ টুল ব্যবহার করা যায়। প্রতি মাসে ৮, ১৫ মার্কিন ডলার ব্যয় করে ১০০ জিবি স্টোরেজ ফাইল আপলোড করতে পারবেন। স্মার্ট সার্চ, মিম চ্যাট, নোট লিংক, টুইট সংরক্ষণ প্রভৃতি সুবিধা রয়েছে মিম’র ফিচারে। মিম’তে ক্যালেন্ডার এবং কন্টাক্ট কানেক্ট করা সম্ভব হয় এবং স্বয়ংক্রিয়ভাবে গুগল ডক, ড্রপবক্স ফাইল থেকে ওয়ার্কফ্লো নেয়ার ব্যবস্থা মিম’তে করতে পারবেন। আপনি কি টাইপ করছেন সেটা সাইডবারে নোট আকারে প্রদর্শন করে ‘মিম’ এবং রাইটিং ও এডিটিং অ্যাসিস্টেন্ট হিসেবে কাজ করে।                            

                                     

ই-কমার্সে এআই

 

স্মার্ট সার্চ এবং প্রোডাক্ট ডিসকভারি আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স টুল ‘ভিসেনজ.কম’। ই-কমার্সের ৩০০ মিলিয়নের ওপর ক্রেতা বর্তমানে এআই টুলটির পরিষেবা গ্রহণ করে এবং প্রতিদিন ৩ মিলিয়নের ওপর ইমেজ সার্চ কোয়েরি হয় ভিসেনজ’র এন্টারপ্রাইজ সলিউশনের ‘সার্চ বাই ইমেজ’, ‘শপেবল ইউজিসি’, ‘ভিউ সিমিলার রিকমেন্ডেশন’ এবং ‘শপিং অ্যাসিস্টেন্ট’ মাধ্যমে। একজন ক্রেতা বর্তমানে কি দেখছে সেটার ওপর ভিত্তি করে ব্যক্তিগত রিকমেন্ডশন দেয় ‘ভিসেনজ’। ছবি, স্ক্রিনশট ব্যবহার করে আপনার পছন্দের প্রোডাক্ট ই-কমার্স সাইটে সহজে খুঁজে পাবেন। স্মার্ট ট্যাগ, প্রোডাক্ট সার্চ পারফর্মেন্স স্বয়ংক্রিয়ভাবে বৃহৎ প্রোডাক্ট ক্যাটালগ অপটিমাইজ করে উন্নত করতে পারবেন, এতে কোম্পানি আর্থিক সাশ্রয় হবে। ‘স্মার্ট রিচ’ ফিচার রয়েছে যেটা ইমেজ রিকনেশন দ্বারা পরিচালিত, যা ক্রেতার প্রোডাক্ট সার্চের অভিজ্ঞতা সহজ করে। জাপানের ই-কমার্স প্রতিষ্ঠান ‘রাকুতেন’, ফ্যাশন ই-কমার্স ‘আসস’র মতন প্রতিষ্ঠান ‘ভিসেনজ’র সুবিধা নেয়। ২০২৩ সালে ৩.৬ মিলিয়ন মার্কিন ডলার আয় করে প্রোডাক্ট ডিসকভারি ভিত্তিক আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স টুল ‘ভিইউই.এআই’। কাস্টমারকে তাদের পছন্দের প্রোডাক্ট সাজেশন প্রদান করে টুলটি। ক্যাটালগ কভারেজ এবং উন্নত প্রোডাক্ট ডিসকভারি সুবিধা দেয়, বাল্ক এডিটিং, রিভিউ এবং ট্যাগ এডিটের সুবিধা রয়েছে। এছাড়া ওমনি চ্যানেল ক্যাম্পেইন করা যায় টেইলারেড কনটেন্ট যেমনঃ ইমেইল, নটিফিকেশন, ব্যক্তিগত পছন্দকে প্রাধান্য দিয়ে। ‘ভিইউই.এআই’ সিস্টেম প্রসেস এবং ডেটা বা তথ্য বিশ্লেষণ করে বিভিন্ন সোর্স যেমনঃ টেক্সট, ইমেজ এবং ইমেজের মধ্যে টেক্সট’র তথ্য ন্যাশ্রাল ল্যাংগুয়েজ প্রোসেসিং ও কম্পিউটার ব্যবহারে। সেল প্রক্রিয়া যেমনঃ সাইনআপ ও ফর্ম ফিলাপ পর্যবেক্ষণ করে লিড কনভার্সন করে। প্রত্যেক কাস্টমারের ইউনিক প্রোফাইল তৈরি করে, প্রোডাক্ট বুকিং ধাপ ও লেনদেন খেয়াল করে। নির্দিষ্ট মেসেজের টার্গেট কাস্টমারের জন্যে ডিজাইন, এনগেজমেন্টে ভূমিকা রাখে। লেন্ডিং পেজ এবং বিশেয়ায়িত বিজ্ঞাপন, কাস্টমারের প্রয়োজন, লোকেশন, ওয়েবসাইটে অতিবাহিত করার সময়ে প্রোডাক্ট পেজের অবস্থানের ওপর ভিত্তি করে মার্কেটিং প্রক্রিয়া সহজ করে। প্রোডাক্ট ব্যয়, সম্ভাব্য বিজ্ঞাপন প্ল্যানিং, কাস্টমার গ্রুপ, কিওয়ার্ড, বর্তমানে পরিচালিত বিজ্ঞাপনের পারফর্মেন্স পর্যালোচনা করে ই-কমার্স ব্যবসার গতি ত্বরান্বিত করতে ‘ভিইউই.এআই’ কাজ করে। টুলের কনফিগারেটর স্বয়ংক্রিয়ভাবে আপলোড করা ইনভেন্টরির সার্বিক অবস্থার একটা ম্যাপ করে। প্রোডাক্ট ডেটা যেমনঃ প্রোডাক্ট মূল্য, বৈশিষ্ট্য, ছবি, ক্যাটাগরি, কখন প্রোডাক্ট যোগ হয়েছে, বায়ার ড্যাশবোর্ড, প্রোডাক্ট ট্যাগ সুবিধা প্রদান করে।                               


নিরাপত্তা ব্যবস্থায় এআই 


জার্মান রিসার্চ প্রতিষ্ঠান ‘স্ট্যাটিস্টা’র হিসেবে ২০৩০ সালে সাইবার নিরাপত্তার মার্কেট আকার ৫৩৮.৩ বিলিয়ন মার্কিন ডলার হবে। ওয়েব এবং ডিজিটাল দুনিয়ার নিরাপত্তার কথা চিন্তা করে এআই নির্ভর সাইবার নিরাপত্তা সম্পর্কিত প্রোডাক্ট ও পরিষেবার চাহিদা বাড়ছে। আইবিএম’র ‘কিউরাডার অ্যাডভাইজার’ একটি সাইবার সিকুয়েরিটি প্রোডাক্ট যা আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ব্যবহার করে দ্রুত সমস্যা নিরসনে। কিউরাডার সিম কোন প্রকার কর্পোরেট আক্রমণ প্রতিহত করার জন্যে ব্যবহার হয়। আইবিএম কিউরাডার অ্যাডভাইজার ব্যবহার করে আইবিএম ওয়াটসন এআই, যা একটি মেশিন লার্নিং এবং কম্পিউটিং প্ল্যাটফর্ম। এটি বিস্তৃত পরিসরে এআই প্রযুক্তি ব্যবহার করে কাঠামোগত এবং অকাঠামোগত তথ্য বা ডেটা প্রক্রিয়া করতে যেকোন সোর্স থেকে, আর এর গুরুত্ব পর্যবেক্ষণ করে এবং সে সম্পর্কিত জ্ঞান প্রদানের কাজ করে। আরেকটি গুরুত্বপূর্ণ এআই টুল ‘ভেকট্রা.এআই’, যাদের বর্তমান বাৎসরিক আয় ১৬৯.৭ মিলিয়ন মার্কিন ডলার। ২০১২ সালে প্রতিষ্ঠিত প্রযুক্তি কোম্পানিটি মিনিটের মধ্যে ক্লাউড সিস্টেমে সাইবার আক্রমণ নিরূপণ, স্বয়ংক্রিয়ভাবে অযাচিত ভাইরাস প্রবেশ বিরুদ্ধে কাজ করে এবং রিয়েল টাইম সিস্টেমে ডেটা বা তথ্য বিশ্লেষণ, নিরীক্ষা এবং সিকুয়েরিটি টিমকে ম্যালিসিয়াস জিনিসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ কাজ সহজ করে। আইওটি, ক্লাউড এবং ডেটা নেটওয়ার্কে আক্রমণ বাধা দেয়, এবং নতুনদের জন্যে এন্টারপ্রাইজ নিরাপত্তা নিশ্চিত করে প্ল্যাটফর্মটি।                              


চ্যাটবট টুল

 

লাইভচ্যাটএআই একটি জিপিটি৪ ভিত্তিক এআই বট, যা ৯৫ টি ভাষায় সাপোর্ট করে এবং আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইটের জন্যে নিজস্ব এআই চ্যাটবট তৈরি করে দেয়। দ্রুত কাস্টমার সার্ভিস প্রদান করে এবং রেসপন্স সময় স্বল্প করে ভিজিটর ও কাস্টমারের সাথে মজবুত সম্পর্ক স্থাপন করে। আপনি চাইলে এতে চ্যাটজিপিটি৩.৫ ব্যবহার করতে পারেন ভালো পারফর্মেন্স আদায়ে। ডেটা বা তথ্য সুরক্ষিত করতে পারেন জিসিপি অথবা এডাব্লিউএস বা অ্যামাজন ওয়েব সার্ভিসেস’র সার্ভার স্টোর করে। এটি জিডিপিআর রেগুলশেন মেনে চলে এবং ডেটার উচ্চ স্ট্যান্ডার্ড প্রোটেকশন, প্রাইভেসি এবং নিরাপত্তা বজায় রাখে। এমবেড স্ক্রিপ্ট ব্যবহার করে আপনার ওয়েবসাইটে লাইভচ্যাটএআই টুল একীভূত করতে পারেন। বেসিক, প্রো এবং এক্সপার্ট প্ল্যানে যথাক্রমে ৩৯, ৮৯ এবং ৩৮৯ মার্কিন ডলার প্রতি মাসে ব্যয় করে। বেসিক প্ল্যানে ৫ হাজার মেসেজ, একটি ওয়েবসাইট, একটি চ্যাটবট এবং ১ মিলিয়ন অক্ষর ডেটা ইমপোর্ট করতে পারবেন। আর প্রো প্ল্যানে ১০ হাজার মেসেজ, ১০ টি চ্যাটবট, অসংখ্য ওয়েবসাইট, এপিআই এক্সেস সাপোর্ট এবং ৮ মিলিয়ন অক্ষর ইমপোর্ট করা যায়। অপরদিকে, এক্সপার্ট প্ল্যানে অসংখ্য মেসেজ, ৫০ টি চ্যাটবট, অনেক ওয়েবসাইট, ৫০ মিলিয়ন অক্ষর ডেটা অক্ষর ইমপোর্ট, এপিআই এক্সেস, হিউমেন চ্যাট রাউটিং, জিপিটি ৪ সাপোর্ট করে। বর্তমানে প্রতিষ্ঠানটি বাৎসরিক আয় ৭৫.৮৬ মিলিয়ন মার্কিন ডলার।                 


ভিডিও এবং অডিও কনটেন্ট

 

বিশ্বে ২০০ মিলিয়নের ওপর কনটেন্ট ক্রিয়েটর বর্তমানে রয়েছেন, যার মধ্যে ৫৮ ভাগ কনটেন্ট ক্রিয়েটর ২-৪ ধরণের কনটেন্ট যেমনঃ ভিডিও এবং পডকাস্ট তৈরি করেন। ২০২২ সালে ৫ মিলিয়নের ওপর পডকাস্ট তৈরি হয়, যার মধ্যে ১০০ মিলিয়নের মতন একটিভ শ্রোতা ছিলেন ২০২৩ সালের জানুয়ারি মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে। ২০২১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে পডকাস্ট বিজ্ঞাপনের রেভিনিউ ১.৪ বিলিয়ন মার্কিন ডলারের ওপর ছিল, যা ধারণা করা হচ্ছে ২০২৪ সালে ৪ বিলিয়ন মার্কিন ডলার হবে। অপরদিকে, শুধুমাত্র ইউটিউবে ২.৭ বিলিয়ন একটিভ ব্যবহারকারী রয়েছে বর্তমানে, আর সাধারণত মানুষ সপ্তাহে গড়ে ১৭ ঘণ্টা ভিডিও দেখে। অতএব ভিডিও এবং অডিও এর বিশাল একটি বাজার রয়েছে, আর এক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স টুল ‘ডেসক্রিপ্ট’ ভিডিও এবং পডকাস্ট’র জন্যে ভালো একটি এডিটিং টুল। ২২ টি ভাষাতে স্বয়ংক্রিয়ভাবে ‘ডেসক্রিপ্ট’ অডিও প্রতিলিপি করতে পারে। দ্রুত শব্দ এআই কপি করতে পারে, শব্দ ফিল্টার এবং ভিডিও অনেক বেশি এনগেজ করা সম্ভব হয়। ফ্রি প্ল্যান ছাড়াও ক্রিয়েটর প্ল্যানে ১২ মার্কিন ডলারে প্রতি মাসে ১০ ঘণ্টা ট্রান্সক্রিপ্ট বা প্রতিলিপি করা, প্রো প্ল্যানে ২৪ মার্কিন ডলারে ৩০ ঘণ্টা প্রতিলিপির সুবিধা রয়েছে। এআই গ্রিন স্ক্রিন, স্টুডিও সাউন্ড এবং স্টক লাইব্রেরী রয়েছে। পুরো পডকাস্ট’র রেকর্ড ও পাবলিশিং এর ওয়ার্কফ্লো মাল্টি মডেলে কনটেন্টে অফার করে। মাল্টি ট্র্যাক রেকর্ডিং, ট্রান্সক্রিপশন, মিডিয়া প্রোমোশন সোশ্যাল নেটওয়ার্কে, কিফ্রেম অ্যানিমেশন টাইটেল, ক্যাপশন এবং ভিজ্যুয়াল এলিমেন্ট যোগ করার সুবিধা রয়েছে। গ্রিন স্ক্রিন ইফেক্ট, ভিডিও এর মধ্যে টেক্সট এডিটিং, টেক্সট টু স্পিচ, রিমোর্ট রেকর্ডিং’র মতন অনেক ফিচার সম্বলিত ‘ডেসক্রিপ্ট’। রিয়েল টাইম ভিডিও এডিটিং এবং পাবলিশিং এর সুবিধা রয়েছে, এবং ‘ডেসক্রিপ্ট’ এআই টুলটি রিস্ট্রিম, টুইচ স্টুডিও, ইউটিউব লাইভ এবং ‘ওয়ারকাস্ট’র মতন প্ল্যাটফর্মের সাথে ইন্টিগ্রেট অবস্থায় কাজ করে। আরেকটি ভিডিও তৈরির এআই টুল হচ্ছে ‘মেবারিক’, যেটা ই-কমার্স স্টোরের জন্যে দ্রুত ভিডিও তৈরিতে ব্যবহার করতে পারেন। এই টুলে প্রি-বিল্ট স্ক্রিপ্ট এবং টেমপ্লেট রয়েছে, যা ভিডিও তৈরির জন্যে বেশ উপকারী। আপনি চাইলে ব্যক্তিগতভাবে আপনার কাস্টমারকে মেইল করতে পারেন, ব্র্যান্ডেড ভিডিও পেজ তৈরি করা যায়, যা কাস্টমার ধরে রাখায় কাজ করে। টুলটি শোপিফাই, উকমার্স, জেপিয়ার এবং ওমনিসেন্ড’র সাথে ইন্টিগ্রেট অবস্থায় কাজ করে। স্ট্যাটার প্ল্যান প্রতি মাসে ১০০ মার্কিন ডলারে ১ হাজার ভিডিও পাঠানো, ইমেইল ডেলেভারি, ইউনিক ভিডিও ফ্লো, ইমেইল মার্কেটিং ইন্টিগ্রেশন, সিআরএম ইন্টিগ্রেশন, ব্র্যান্ডেড ল্যান্ডিং পেজ, ভিডিও প্রোসেসিং এবং সেটআপ, অ্যানালিটিক্স, আর প্রো প্ল্যানে ১ হাজারের বেশি ভিডিও তৈরি করতে পারবেন উল্লেখিত স্ট্যাটার প্ল্যানের সুবিধার সাথে এসএমএস মার্কেটিং ও এপিআই ইন্টিগ্রেশন, ওয়েবসাইটে এমবেডেড ভিডিও এবং সাপোর্ট সুবিধা ব্যবহার করে।           

                              

সেলস এআই টুল

  

‘সেলসফোর্স আইনস্টাইন’ আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স নির্ভর সিআরএম সলিউশন, যা সেলসফোর্স প্ল্যাটফর্মে তৈরি। এতে শক্তিশালী মেশিন লার্নিং এবং লার্জ ল্যাংগুয়েজ মডেল ব্যবহার করা হয়েছে ব্যক্তিগতভাবে কাস্টমারদের সাথে ইন্টার‍্যাকশন বা মিথস্ক্রিয়া ঘটানোর জন্যে এবং কর্মকর্তাদের আরও বেশি কর্মউদ্দ্যম করে তুলতে। সিআরএম এবং ডেটা ক্লাউড ডেটা বা তথ্যকে আরও বেশি সমৃদ্ধ এবং নিখুঁত করে নির্ভুল আউটপুট প্রদান করতে, আর স্বয়ংক্রিয়ভাবে কাজের গতি ত্বরান্বিত করে স্বয়ংক্রিয়ভাবে কনটেন্ট তৈরি করে। প্রতিদিন সেলসফোর্স আইনস্টাইন ৮০ বিলিয়নের বেশি এআই নির্ভর সম্ভাব্যতা প্রদান করে। আপনার মূল্যবান সময় বাঁচায় এবং ওয়েব থেকে লিড ফর্মের মাধ্যমে রিয়েল টাইম কনভার্সন তৈরি করে। বিক্রয় থেকে কার্যকরী পর্যবেক্ষণ তুলে আনে কনভার্সনাল ইন্টিলিজেন্স ব্যবহার করে। স্বয়ংক্রিয়ভাবে ডেটা গ্রহণ করে এবং সিআরএমে যোগ করে। নতুন কন্টাক্ট এবং ইভেন্ট সিআরএমে যোগ করে, আর সহজে প্রোডাক্ট বিক্রয় করার সম্ভাব্য পূর্বাভাস দেয়। আইনস্টাইনের রিকমেন্ডশন বিল্ডার, কেস রাউটিং, বটস, আর্টিকেল রিকমেন্ডেশন, সার্ভিস পর্যবেক্ষণ, রিপ্লে রিকমেন্ডেশন, কনটেন্ট ক্রিয়েশন মার্কেটিং ক্লাউড এনগেজমেন্ট, আইনস্টাইন এনগেজমেন্ট ফ্রিকুইয়েন্সি, মেসেজিং ইনসাইট, কনটেন্ট সিলেকশন, কনটেন্ট ট্যাগিং, সার্চ রিকমেন্ডেশন, সার্চ সাজেশন, জিপিটি ফর কমার্স, প্রোডাক্ট রিকমেন্ডশন এর মতন অনেক ফিচার রয়েছে।  


এআই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট 


সোশ্যাল মিডিয়াতে সফল হতে হলে নিয়মিত হওয়া আপনার দরকার। কনটেন্ট তৈরি করে সেটা নিয়মিত শিডিউল আকারে পোস্ট করা আপনার প্রয়োজন পরবে। আর এক্ষেত্রে এআই টুল বৈপ্লবিক পরিবর্তন আনবে। অনেক সোশ্যাল মিডিয়ার সাথে একীভূতভাবে কাজ করা, শিডিউল পোস্ট, পোস্ট আইডিয়া, লেখার ক্যাপশন আপনার কাজগুলো দ্রুত করে দিবে। এক্ষেত্রে ‘হটস্যুয়েট’ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে একটি আস্থার নাম। ২১ মিলিয়নের বেশি কাস্টমারের কাছে পছন্দের তালিকায় থাকা ‘হটস্যুয়েট’ আপনার কনটেন্ট ক্যালেন্ডারের গ্যাফ খুঁজে বের করে রিয়েল টাইম কনটেন্ট তৈরির সুযোগ করে দেয়। টুলটির মাধ্যমে বায়ো পেজে কাস্টমাইজেবল লিংক তৈরি করতে পারবেন সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। ক্যানভা ট্যামপ্লেট ব্যবহার করে সেটা সম্পাদনা, তাৎক্ষণিকভাবে ক্যাপশন এবং হ্যাশট্যাগ, আর বিল্টিন আইডিয়া ইঞ্জিন তৈরি করতে হবে পোস্ট আইডিয়ার জন্যে। রিকমেন্ড টাইমজোন ধরে লাইক, কমেন্ট এবং শেয়ার কখন হয় সেই অনুযায়ী শিডিউল সাজানো। হ্যাশট্যাগ, কিওয়ার্ড এবং লোকেশন ধরে সার্চ স্ট্রিম তৈরি করে সকল নেটওয়ার্কে কনটেন্ট শেয়ার করে। ওয়েব ট্র্যাফিক কেমন কাজ করছে সোশ্যাল মিডিয়া যেমনঃ ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, লিংকডইন থেকে এবং অরগানিক ও পেইড পোস্টের অ্যানালিটিক্স রিপোর্ট প্রদান করে। কনটেন্ট আইডিয়া, বিজনেস নেম আইডিয়া, এনগেজমেন্ট রেট ক্যালকুলেটর, সোশ্যাল মিডিয়া ডিকশনারির মতন টুল সুবিধা হটস্যুয়েট তার ব্যবহারকারীকে দিচ্ছে। আর ফেসবুক, ইনস্টাগ্রাম, লিংকডইন অ্যাড ম্যানেজার এর মাধ্যমে আপনি পোস্ট টার্গেট অডিয়েন্স এর  লোকেশন, বয়স, এবং আগ্রহের ভিত্তিতে প্রোডাক্ট কিংবা কোম্পানির জন্যে সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন প্রচার করতে পারবেন। ‘বাফার.কম’ আরেকটি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুল। আপনাকে নতুন পোস্টের আইডিয়া দিবে এবং মাল্টি চ্যানেল ক্যাম্পেইন পরিচালনা যেমনঃ ফেসবুক পেজ ও গ্রুপ, ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট, টুইটার প্রোফাইল, গুগল বিজনেস প্রোফাইল, কাস্টম পজিশনিং শিডিউল, ইমেইজ এডিটিং, বাফার এআই অ্যাসিস্টেন্ট, অডিয়েন্স রিপোর্ট, শপিফাই রিপোর্ট’র মতন অনেক ফিচার বাফার’তে রয়েছে। 


সফটওয়্যার ডেভেলপমেন্ট


মেশিন লার্নিং প্রোজেক্ট ও নিউরাল নেটওয়ার্ক তৈরিতে কোম্পানিগুলোকে সহায়তায় বিশেষভাবে ডিজাইন  টেনসরফ্লো একটি আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স এর ওপেনসোর্স সফটওয়্যার লাইব্রেরী। সফটওয়্যার ডেভেলপমেন্টে ডেভেলপারদের কাজ সহজ করে। জাভাস্ক্রিপ্ট ইন্টিগ্রেশন এবং ডেভেলপারদের সহজে মেশিন লার্নিং মডেল তৈরি ও প্রশিক্ষণে দরকার হয়। এয়ারবিনবি, গুগল, ইন্টেল এর মতন কোম্পানি ডেটা বা ইমেজ অবজেক্ট নির্ধারণে টেনসারফ্লো ব্যবহার হয়। পেপ্যাল তাদের ফ্রড ডিটেকশনে টেনসারফ্লো ব্যবহার করে। অ্যান্ড্রয়েড, ক্লাউড, আইওএস এবং বিভিন্ন কাঠামোগত ক্ষেত্রে যেমনঃ সিপিইউ এবং জিপিইউ’র ক্ষেত্রে টেনসারফ্লো অ্যাপ্লিকেশন কাজে লাগে। টেনসারফ্লো’র নিজস্ব ডিজাইনকৃত হার্ডওয়্যার রয়েছে নিউরাল মডেল প্রশিক্ষণে, যা ক্লাউড টিপিইউ বা টেনসারফ্লো প্রোসেসিং ইউনিট নামে পরিচিত। ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট, সেলফ ড্রাইভিং, ন্যাচারাল ল্যাংগুয়েজ প্রোসেসিং, স্বাস্থ্যখাত, ইমেজ এবং ফেস রিকগনেশনে অ্যাপ্লিকেশন কাজ করে। টেনসারফ্লো মেশিন লার্নিং এপিআই সমৃদ্ধ, যা নিম্ন এবং উচ্চ লেভেল হয়। এপিআই পাইথন এবং সি প্রোগ্রামিংয়ে বিদ্যমান। টেনসারবোর্ড গ্রাফের সাথে কাজ করে এর কাজ দৃশ্যমান করতে ড্যাশবোর্ড ব্যবহার করে। অনেক মাত্রিক কাজে ব্যবহার হয় একটি ডেটা স্ট্রাকচার টেনসারফ্লো ব্যবহার করে, যা ফ্লোগ্রাফে এডজ রিপ্রেজেন্ট করে। কোড দৈর্ঘ্য স্বল্প করে ডেভেলপমেন্ট সময় বাঁচায়। এন্ড টু এন্ড প্ল্যাটফর্ম টেনসারফ্লো মেশিন লার্নিং মডেল সজ্জিতকরণ কাজ সহজ করে।                

               

এআই নির্ভর ট্রেডিং


অ্যাডভান্সড আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স বা এআই প্রযুক্তি নির্ভর ‘স্টক হিরো’ টুল ট্রেডারদের ইনভেস্টমেন্টে সিদ্ধান্ত গ্রহণে এবং কৌশল অপটিমাইজ বা আরও সুনির্দিষ্ট করতে সাহায্য করে। এটির  অনেক টুল এবং ফিচার রয়েছে, যা ট্রেডারদের তাদের ব্যবসায়িক সাফল্য দিকে ধাবিত করে। টুলটির অ্যালগোরিদম বিপুল পরিমাণে ডেটা বা তথ্য বিশ্লেষণের কথা চিন্তা করে ডিজাইন করা। মেশিন লার্নিং কৌশল প্রযুক্তি ব্যবহারে রিয়েল টাইম মার্কেট ডেটা প্রক্রিয়া করে। পূর্বের প্রোডাক্ট মূল্য, বিশেষ খবরের প্রেক্ষাপটে মার্কেটের অবস্থা, আরও ব্যবসায়িক কৌশলের ওপর ভিত্তি করে ইনভেস্টমেন্ট সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। রিস্ক ম্যানেজমেন্ট নিয়েও কাজ করে, যেমনঃ ব্যবহারকারীর টাকা নিরাপদ রেখে কৌশলগত পর্যবেক্ষণ করে রিস্ক স্বল্পের মাধ্যমে লাভজনক অবস্থা তৈরি করে।       


ফাইল হোস্টিং 


ক্লাউড নির্ভর ফাইল হোস্টিং সার্ভিসের জন্যে ড্রপবক্স ব্যবহার করে থাকেন ৭০০ মিলিয়নের ওপর রেজিস্টার্ড ব্যবহারকারীরা। ফাইল স্টোর, সাইন এবং বড় ফাইলগুলো স্ট্রিমলাইন ইন্টারফেসে তাৎক্ষণিকভাবে প্রেরণ করা যায়। প্রফেশনাল মানুষ সপ্তাহে ৮.৮ ঘন্টা ব্যয় করে কনটেন্ট খোঁজাতে, আর  ড্রপবক্স এআই ফিচারে ব্যবহারকারীরা এআই নির্ভর সার্চ করে যেখানে কনটেন্ট, টুল, এবং অ্যাপ এক সার্চে পাওয়া যায়। ফাইল রিকুয়েস্ট, ইন্টিগ্রেটেড ক্লাউড কনটেন্ট, অনলাইন ডকুমেন্ট, পিডিএফ এবং ইমেজ এডিটিং, ইমেজ সার্চ, ব্র্যান্ডেড শেয়ারিং, স্ক্রিন এবং ভিডিও রেকর্ড ড্রপবক্স ক্যাপচার, অনুবাদ করা যায়। আর দ্রুত ফাইল লিংক সংরক্ষণ ও তৈরি করা যায়। বর্তমানে ড্রপবক্সের বাৎসরিক আয় ১.৯১ বিলিয়ন মার্কিন ডলার, আর মার্কিন যুক্তরাষ্ট্রের ১৮ ভাগ জনগণ ব্যক্তিগত কাজে ড্রপবক্স ব্যবহার করেন। চারটি প্ল্যানে একজন ব্যবহারকারী যথাক্রমে ৯.৯৯, ১৮, ২০ এবং ২৬ মার্কিন ডলারে যথাক্রমে প্লাস, এসেনশিয়াল, বিজনেস এবং বিজনেস প্লাসে প্রতি মাসে ব্যবহার করতে পারেন।              


আমরা প্রযুক্তির মধ্যে বসবাস করছি এখন, আর সেখানে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ধীরে ধীরে আমাদের প্রাত্যহিক জীবনে প্রবেশ করছে। তাই কোন এআই বা আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স টুলটি আপনার জীবনকে সহজ করবে তা বেছে নিন এবং জীবনকে গতিশীল করুন।  








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।