https://powerinai.com/

উইকিপিডিয়ার রুশ সংস্করণ চালু করেছে রাশিয়া

উইকিপিডিয়ার রুশ সংস্করণ চালু করেছে রাশিয়া উইকিপিডিয়ার রুশ সংস্করণ চালু করেছে রাশিয়া
 

রাশিয়া উইকিপিডিয়ার রুশ সংস্করণ চালু করেছে। উন্মুক্ত বিশ্বকোষটিকে "রুউইকি" বলা হয়। রুউইকি উইকিপিডিয়ার রুশ সংস্করণে লিখে রাখা ১৯ লাখ প্রবন্ধ কপি করে এবং প্রয়োজনীয় সম্পাদনা করে ‘রুউইকি’ তৈরি করা হয়েছে।

এটিতে বর্তমানে উইকিপিডিয়ার চেয়ে রাশিয়ান ভাষায় লেখা বেশি প্রবন্ধ রয়েছে। 
রাশিয়ার নতুন প্ল্যাটফরমটিকে কেন্দ্র করে ইংরেজি ভাষার উইকিপিডিয়া এখনই বন্ধ করার পরিকল্পনা নেই।

ভ্লাদিমির মিদিয়েকো ‘রুউইকি’র প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর উইকিমিডিয়ায় রুশ শাখার পরিচালক হিসেবে ২০ বছর কাজের অভিজ্ঞতা রয়েছে।

২০২২ সালের মে মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলাদাভাবে রুশ ভাষায় উইকিপিডিয়ার মতো একটি প্ল্যাটফরম দাঁড় করাতে পদক্ষেপ নেন। 

২০২২ সালের জুনে, রাশিয়ার আদালত উইকিপিডিয়াকে ইউক্রেনের যুদ্ধ সম্পর্কে কিছু প্রবন্ধ সরিয়ে ফেলার নির্দেশ দেয়। রুশ আদালত দফায় দফায় প্ল্যাটফরমটিকে জরিমানা করেন উইকিপিডিয়া এই প্রস্তাবে রাজি না হওয়ায়। 

২০২৩ সালের মাঝামাঝি সীমিতসংখ্যক ব্যবহারকারীর মধ্যে ‘রুউইকি’ নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালানো শুরু হয়। গত আগস্ট থেকে, নিবন্ধিত অ্যাকাউন্টগুলিকে‘রুউইকি’ পেজের লেখা সম্পাদনার সুযোগ দেওয়া হয়। 









০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।