কৃত্রিম বুদ্ধিমত্তার (এআইয়ের) পরিধি এখন অনেক বিস্তৃত। এই নতুন প্রযুক্তিটি যেমন অনেক কাজকে সহজ করে তোলে, তেমনি অনেকে নতুন প্রতারণার কৌশল তৈরি করতে এটি ব্যবহার করছেন।
সম্প্রতি, এআই দিয়ে ভয়েস ক্লোন করে তা ব্যবহার করা হচ্ছে প্রতারণার কাজে। ফোনে তার ভয়েস শুনলে লোকেরা সহজেই তাকে বিশ্বাস করে। এই ব্যাপারে আমাদের সচেতন হওয়া বেশ জরুরি।
বিশেষ করে প্রিয়জনদের গলার স্বর নকল করেই এসব প্রতারণা করা হয়। তাদের গলার সঙ্গে তাল মিলিয়েই কথা বলা হয়। আর এতেই অপর প্রান্তের ব্যক্তি খুব সহজে প্রতারিত হয়ে যান।
বিশেষ করে প্রিয়জনদের গলার স্বর নকল করেই এসব প্রতারণা করা হয়। তাদের গলার সঙ্গে তাল মিলিয়েই কথা বলা হয়। আর এতেই অপর প্রান্তের ব্যক্তি খুব সহজে প্রতারিত হয়ে যান।
একটু সচেতন হলে এর হাত থেকে বাঁচা যেতে পারে। অনেক ক্ষেত্রে এআই ভয়েস ক্লোনিং নিখুঁত হলেও তা ধরার উপায় রয়েছে। কল বা হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে আসে রিকোয়েস্ট।
বিরত থাকুন এমন বার্তা পেলে সেগুলো রিপ্লাই দেওয়া থেকে।








০ টি মন্তব্য