https://powerinai.com/

ঘরে বসেই চালানো যাবে গাড়ি

ঘরে বসেই চালানো যাবে গাড়ি ঘরে বসেই চালানো যাবে গাড়ি
 
জার্মান স্টার্টআপ ভে লাস ভেগাসে একটি বাণিজ্যিক টেলিড্রাইভিং পরিষেবা চালু করেছে৷ ড্রোন যেমন দূর থেকে নিয়ন্ত্রণ করে ওড়ানো যায়, তেমনি এই স্টার্টআপ দূরবর্তী এলাকায় বসে গাড়ি চালানোর সুবিধা দিচ্ছে।

যে ব্যক্তি গাড়ি চালায় তাকে টেলিড্রাইভার বা রিমোট ড্রাইভার বলা হয়। একটি ইলেকট্রিক গাড়ি ভাড়া নিয়ে যেখানে যেতে চান সেখানে যাওয়া যাবে।

কাজ শেষ হলে গাড়িতে করে ফেরাও যাবে। কোনো ঝামেলা নেই গাড়ি পার্ক করার। এই পরিষেবার নাম দেওয়া হয়েছে টেলিড্রাইভিং। এ বিষয়ে একজন টেলিড্রাইভার বলেন, ‘এটা আসলেই অসাধারণ।

মনে হয় আসল গাড়িই চালাচ্ছি। কাউকে সঙ্গে নিয়ে গাড়ি না চালালেও প্রচুর চাপ থাকে আমাদের ওপর। কারণ নির্দিষ্টভাবে গাড়ি নিয়ন্ত্রণ করতে হয়।’

গাড়ি চালানোর জন্য মনিটর, পেডাল ও স্টিয়ারিং হুইলের প্রয়োজন হয়। এটি ছাড়াও, চালকের জন্য থাকে বিশেষ একটি সিট। ড্রাইভার কত মাইল দূরে তা বিবেচ্য নয়।

এসব গাড়ির সঙ্গে ক্যামেরা, জিপিএস, রাডার, আল্ট্রাসাউন্ড ও সেন্সর সংযুক্ত রয়েছে। এই সেন্সরগুলি গাড়ির আশপাশের শব্দ শোনাতে পারে।







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।