টিকটকে তাদের ভিডিও প্রচার করার জন্য, অনেক লোক তাদের ভিডিওর পটভূমিতে বিভিন্ন শিল্পীদের গাওয়া গান যুক্ত করে।
এবার, টিকটক এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহার করে আপনার পছন্দের গান তৈরি করার ফিচার চালু করবে।
‘এআই সং’ নামক ফিচারটি চালু হলে, লোকেরা অন্যের গাওয়া গানের পরিবর্তে ভিডিওর পটভূমিতে তাদের নিজস্ব গান ব্যবহার করতে পারবে।
লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ‘ব্লুম’ এর মাধ্যমে লিখিত প্রম্পট থেকে গান তৈরি করা যাবে। ‘এআই সং’ এ গানের কথা লিখে দিলেই সে অনুযায়ী সুর যোগ করে নতুন গান তৈরি করে দেব।
গানের ধরনও নির্বাচন করতে পারবে ব্যবহারকারীরা। ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
টিকটক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও আলাদাভাবে চেনার সুযোগ দিতে ‘এআই জেনারেটেড কনটেন্ট’ লেবেল প্রদর্শন বাধ্যতামূলক করেছে।
লেবেল প্রদর্শন না করলে ভিডিও মুছে ফেলা হবে বলেও জানিয়েছে চীনের ভিডিওনির্ভর সামাজিক যোগাযোগমাধ্যমটি। ফলে নির্মাতারা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কোনো ভিডিও সরাসরি টিকটকে প্রকাশ করতে পারবে না।








০ টি মন্তব্য