https://comcitybd.com/brand/Havit

প্রযুক্তির খবর

এআই বিকাশে স্মার্টফোনে একজোট বাইদু ও লেনোভো

এআই বিকাশে স্মার্টফোনে একজোট বাইদু ও লেনোভো এআই বিকাশে স্মার্টফোনে একজোট বাইদু ও লেনোভো
 

এআই প্রযুক্তির বিকাশে স্মার্টফোনের জন্য উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে যৌথভাবে কাজ করবে লেনোভো ও বাইদু। এ লক্ষ্যে দুটি কোম্পানির মধ্যে অংশীদারত্ব চুক্তিও সম্পন্ন হয়েছে। খবর গিজচায়না।

লেনোভো তাদের স্মার্টফোনে বাইদুর আর্নি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলটি (এলএলএম) অন্তর্ভুক্ত করতে চায়। এর আগে স্যামসাং, অনারসহ অন্য স্মার্টফোন নির্মাতাদের সঙ্গেও বাইদু এআই-বিষয়ক অনুরূপ চুক্তি করেছে।

শক্তিশালী ক্লাউডভিত্তিক পরিষেবার সঙ্গে এআই সক্ষমতার ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে গুগলের পিক্সেল স্মার্টফোন। বাইদু ও লেনোভোর অংশীদারত্ব এ প্রতিযোগিতাপূর্ণ বাজারে ব্যবহারকারীদের লাইভ চ্যাটবট ও রিয়েল টাইম ট্রান্সলেশনের মতো এআই-নির্ভর ফিচারগুলো আনতে সাহায্য করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। অ্যাপলও এর আইফোনে জেনারেটিভ এআই অন্তর্ভুক্ত করার জন্যও কাজ করছে বলে জানা গেছে। 

গবেষণা সংস্থা ক্যানালিস পূর্বাভাস মতে, ২০২৪ সালে বিশ্বব্যাপী বাজারজাত করা প্রায় ৬০ মিলিয়ন স্মার্টফোনে এআই-নির্ভর ফিচার থাকবে। 








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।