https://powerinai.com/

ফাইল ট্রান্সফারের ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ

ফাইল ট্রান্সফারের ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ ফাইল ট্রান্সফারের ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ
 
হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েডে কুইক শেয়ার এবং অ্যাপলে এয়ারড্রপের মতো ফিচার আনবে। ফিচারটি কাছাকাছি ডিভাইসে এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট করা ফাইল স্থানান্তর করা যাবে।

এই নতুন ফিচারের নাম হবে ‘পিপল নিয়ারবাই’। ফাইল ট্রান্সফারের জন্য প্রেরক ও প্রাপক উভয়ের মোবাইলেই ‘পিপল নিয়ারবাই’ ফিচারটি থাকতে হবে।

কাছাকাছি ডিভাইসগুলো নিয়ে অবস্থান করতে হবে। হোয়াটসঅ্যাপ খুলে ডিভাইস ঝাঁকাতে হবে শেয়ারিং রিকোয়েস্ট দেখতে হলে।

ফাইল ট্রান্সফারের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত প্রেরক ও প্রাপক উভয়কেই ‘শেয়ার ফাইলস’ সেকশন ওপেন করে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।

যাদের নাম কনট্যাক্ট লিস্টে নেই তাদেরকেও ফাইল পাঠানো যাবে এবং চাইলে গোপন রাখা যাবে ফোন নম্বর। ফিচারটি নির্ভর করবে সেলুলার ডাটা, ওয়াই-ফাই ও ব্লু-টুথের ওপর।

ফাইলের আকার সর্বোচ্চ হবে ২ গিগাবাইট। একবারে কতগুলি ফাইল পাঠানো যাবে তা এখনো স্পষ্ট নয়। ওয়েববেটাইনফো ওয়েবসাইটের মতে, এই ফিচারটি এখনও সম্পূর্ণরূপে তৈরি হয়নি।







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।