চীনা বাসিন্দারা তাদের হাতের তালু স্ক্যান করে পেমেন্ট করার সুবিধা পাচ্ছে। ফিচারটি চালু করেছে শেনজেনভিত্তিক প্রযুক্তি কোম্পানি টেনসেন্ট।
এই ফিচারটি চালু হলে, ব্যবহারকারীরা তাদের মানিব্যাগ বাড়িতে রেখে বাইরে যেতে পারবে। প্রযুক্তিটি এর আগে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন চালু করেছিল।
টেনসেন্ট চীনে মূলধারার প্রযুক্তি হিসেবে এর ব্যবহার সর্বত্র ছড়িয়ে দিতে চাচ্ছে। তাদের অ্যাপ উইচ্যাট সুপার অ্যাপ নামে পরিচিত।
গত মে থেকে উইচ্যাটের শাখা অ্যাপ ওয়াইক্সিন পে দিয়ে বিল পরিশোধ করা যাচ্ছে। এর সঙ্গে সমন্বয় করে কাজ করছে বায়োমেট্রিক স্ক্যানার; যেমন কোনো ব্যবহারকারী সেন্সরের ওপর হাত রাখলে ইনফ্রারেড ক্যামেরা ব্যক্তির হাতের রেখা বিশ্লেষণ করে এবং ত্বকের নিচে থাকা শিরার পথ এঁকেবেঁকে কোন দিকে গেছে, সেটাও বিশ্লেষণ করে ব্যক্তির পরিচয় চিনে নেয়।
এই ফিচারটি চালু হলে, ব্যবহারকারীরা তাদের মানিব্যাগ বাড়িতে রেখে বাইরে যেতে পারবে। প্রযুক্তিটি এর আগে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন চালু করেছিল।
টেনসেন্ট চীনে মূলধারার প্রযুক্তি হিসেবে এর ব্যবহার সর্বত্র ছড়িয়ে দিতে চাচ্ছে। তাদের অ্যাপ উইচ্যাট সুপার অ্যাপ নামে পরিচিত।
গত মে থেকে উইচ্যাটের শাখা অ্যাপ ওয়াইক্সিন পে দিয়ে বিল পরিশোধ করা যাচ্ছে। এর সঙ্গে সমন্বয় করে কাজ করছে বায়োমেট্রিক স্ক্যানার; যেমন কোনো ব্যবহারকারী সেন্সরের ওপর হাত রাখলে ইনফ্রারেড ক্যামেরা ব্যক্তির হাতের রেখা বিশ্লেষণ করে এবং ত্বকের নিচে থাকা শিরার পথ এঁকেবেঁকে কোন দিকে গেছে, সেটাও বিশ্লেষণ করে ব্যক্তির পরিচয় চিনে নেয়।
কয়েক সেকেন্ডের মধ্যেই অ্যাকাউন্ট থেকে অর্থ কেটে নেয়। প্রযুক্তিটি ফেশিয়াল রিকগনিশন সফটওয়্যারের মতোই কাজ করে। তবে এর সীমাবদ্ধতা কম।
দৈনন্দিন কাজে এর ব্যবহার অনেক অতিরিক্ত ঝামেলা থেকে মুক্তি দিবে এই প্রযুক্তি। উদাহরণস্বরূপ, মেট্রোতে ওঠার আগে, জিমে বা অফিসের ক্যান্টিনে ঢোকার আগে হাতের তালু স্ক্যান করাই যথেষ্ট।
মানিব্যাগ বহন বা আইডি দেখাতে হবে না। টেনসেন্টের ওয়াইক্সিন পে বিভাগের ভাইস জেনারেল ম্যানেজার গাও বলেন, ‘প্রযুক্তিটির ব্যবহার দিন দিন বাড়ছে৷ তবে এটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে৷
দৈনন্দিন কাজে এর ব্যবহার অনেক অতিরিক্ত ঝামেলা থেকে মুক্তি দিবে এই প্রযুক্তি। উদাহরণস্বরূপ, মেট্রোতে ওঠার আগে, জিমে বা অফিসের ক্যান্টিনে ঢোকার আগে হাতের তালু স্ক্যান করাই যথেষ্ট।
মানিব্যাগ বহন বা আইডি দেখাতে হবে না। টেনসেন্টের ওয়াইক্সিন পে বিভাগের ভাইস জেনারেল ম্যানেজার গাও বলেন, ‘প্রযুক্তিটির ব্যবহার দিন দিন বাড়ছে৷ তবে এটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে৷








০ টি মন্তব্য