নিরাপত্তা গবেষকদের মতে, জনপ্রিয় সোশ্যাল মিডিয়া এবং টেনসেন্ট, উইবো, টুইটার, লিংকডইন এবং ড্রপবক্সের মতো বড় প্রযুক্তি সংস্থাগুলি থেকে ২ হাজার ৬০০ কোটির বেশি ডেটা ফাঁস হয়েছে।
সিকিউরিটি ডিসকভারি এবং সাইবারনিউজের গবেষকরা বলেছেন যে অজ্ঞাত ও উন্মুক্ত স্টোরেজ থেকে পাওয়া সংবেদনশীল তথ্যে ভরা এই ডাটাবেসটির আকার ১২ টেরাবাইট।
বিশ্লেষকরা এত ব্যাপক আকারের ডেটার সন্ধানকে এখন পর্যন্ত ডেটা ফাঁসের ক্ষেত্রে সবচেয়ে বড় ঘটনা বলে অভিহিত করেছে।
চীন, যুক্তরাষ্ট্র ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানেরও রেকর্ড থাকতে পারে ফাঁস হওয়া এ নথিতে। সবচেয়ে বেশি ১.৫ বিলিয়ন তথ্য ফাঁস হয়েছে চীনা টেনসেন্ট হোল্ডিংস লিমিটেডের।
ফাঁস হওয়া ডেটায় দেশটির সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক উইবুর ৫০৪ মিলিয়ন তথ্যও রয়েছে। একইভাবে মাইস্পেস এর ৩৬০ মিলিয়ন ও টুইটারের ২৮১ মিলিয়ন তথ্য রয়েছে।
সাইবার গবেষকরা কোন হ্যাকার বা ডেটা সংগ্রাহক এই ডেটাগুলো একত্রিত করেছে বলে ধারণা করছেন।
তাদের ভাষ্য, পরিচয় চুরি, অত্যাধুনিক ফিশিং স্কিম, সাইবার আক্রমণ, ব্যক্তিগত ও সংবেদনশীল অ্যকাউন্টগুলোয় অননুমোদিত প্রবেশসহ বিভিন্ন ধরনের আক্রমণের জন্য হ্যাকাররা এসব ডেটা ব্যবহার করতে পারে।








০ টি মন্তব্য