https://powerinai.com/

মঙ্গল গ্রহ মিশনের পরিকল্পনা সম্পর্কে তথ্য দিয়েছে এলন মাস্ক

মঙ্গল গ্রহ মিশনের পরিকল্পনা সম্পর্কে তথ্য দিয়েছে এলন মাস্ক মঙ্গল গ্রহ মিশনের পরিকল্পনা সম্পর্কে তথ্য দিয়েছে এলন মাস্ক
 
স্পেসএক্সের সিইও এলন মাস্ক মঙ্গল গ্রহে অভিযানের পরিকল্পনার সম্পর্কে তথ্য দিয়েছেন। গত রবিবার এক্সের (টুইটার) টেসলা ওনার্স সিলিকন ভ্যালি পেজ থেকে স্টারশিপ রকেটের একটি ছবি পোস্ট করেছে।

পোস্টের উত্তরে মাস্ক বলেছেন, "মঙ্গলগ্রহের পরিবেশ এমনভাবে তৈরি করা হবে যেন পৃথিবীর সাহায্য বন্ধ হয়ে গেলেও টিকে থাকা যায়।"

এই পরিকল্পনাটি কতটা বাস্তবায়িত হতে পারে তা নির্ভর করে স্টারশিপ রকেটের সক্ষমতার উপর। স্পেসএক্সের অন্যতম বড় রকেট স্টারশিপ (৪০০ ফুট লম্বা) মঙ্গলে নিয়মিত বিরতিতে যাত্রা করতে পারবে।

একে প্লেনে করে অন্য দেশে যাওয়ার সঙ্গে তুলনা করেছেন মাস্ক। সাধারণ মানুষও এতে ভ্রমণ করতে পারবে। তিন থেকে চার বছরের মধ্যেই মঙ্গল গ্রহে পৌঁছে যেতে পারে স্টারশিপ রকেট। 

২০২৯ সালে মঙ্গল গ্রহে প্রথমবারের মতো মানুষ পাঠানো হতে পারে। ইলন মাস্ক সব মিলিয়ে ১০ লাখ মানুষকে মঙ্গলে পাঠাতে চান।

কিভাবে এত মানুষকে পাঠানো হবে সেই পরিকল্পনা সাজানো হচ্ছে বলে জানিয়েছেন ইলন মাস্ক। পরিবেশ হলো মঙ্গল গ্রহে বসতি স্থাপনে প্রধান সমস্যা। 

প্রতিকূল পরিবেশ থেকে বাঁচতে মানুষকে গ্লাসের তৈরি গম্বুজের ভেতরে থাকতে হবে। মঙ্গল গ্রহের তাপমাত্রা বাড়াতে নেওয়া হতে পারে বিভিন্ন পদক্ষেপ।

লাল গ্রহটিকে বসবাসযোগ্য করে তুলতে দীর্ঘ সময় ও অর্থ ব্যয় হবে।  ইলন মাস্ক মনে করেন মানবসভ্যতা টিকিয়ে রাখতে পৃথিবীর বাইরে বসতি স্থাপন করা জরুরি।







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।