মেশিন লার্নিং মানুষের চেয়ে অনেক গুণ বেশি নির্ভুলভাবে রোগ নির্ণয় করতে পারে। রোগীর শরীরে কী ঘটছে তা খুঁজে বের করার জন্য, ডাক্তাররা এক্স-রে, এমআরআই বা বিভিন্ন রক্ত পরীক্ষার মতো বিভিন্ন পরীক্ষা করেন।
এই পরীক্ষার রিপোর্টগুলি থেকে ডাটার সঙ্গে স্বাভাবিক দেহের তথ্যগুলো মিলিয়ে তাঁরা দেহের ঠিক কোন স্থানে কী সমস্যা দেখা দিয়েছে সেটা বের করার চেষ্টা করে।
মেশিন লার্নিংয়ের মাধ্যমে, এআই শুধুমাত্র এই ডাটা দ্রুত প্রক্রিয়া করতে পারে না বরং সূক্ষ্ম সমস্যাগুলিও দ্রুত ধরতে পারে।
এআই ক্যান্সার রোগীর টিস্যু বায়োপসি করার সময় কোষ কালচারের ছবি দেখে খুব সহজেই বলে দিতে পারে কোন কোষগুলো ক্যান্সারে পরিণত হয়েছে, যেটা বেশির ভাগ মানুষের চোখেই ধরা পড়বে না।
এআই রোগীর উপসর্গ, তার পারিবারিক ইতিহাস, বয়স, ওজন ও অন্যান্য ব্যাকগ্রাউন্ড বিশ্লেষণ করেই সম্ভাব্য সমস্যাগুলো নিখুঁতভাবে নির্ণয় করতে সক্ষম।
শুধু উপসর্গ বিশ্লেষণ করেই হৃদরোগ বা মৃগী রোগের মতো জটিল রোগও এআই মডেলগুলো খুব দ্রুত সনাক্ত করতে পেরেছে। একজন ডাক্তারের পক্ষে তথ্যের এরূপ গভীর বিশ্লেষণ করা সম্ভব হয় না।








০ টি মন্তব্য