ছোট ডিসপ্লে আর ক্যামেরাসমৃদ্ধ ডিভাইস ‘র্যাবিট আর১’, সেটি চালাবে নতুন অপারেটিং সিস্টেম র্যাবিট ওএস। এতে থাকবে না কোনো অ্যাপ, ফোনের সঙ্গে সংযোগেরও প্রয়োজন নেই।
এটি সেটআপ করার সময় র্যাবিট ওএসের ওয়েব পোর্টাল থেকে বিভিন্ন অনলাইন সেবার অ্যাকাউন্টে করতে হবে লগইন, আর স্মার্টহোম ডিভাইসগুলোর সঙ্গে করে দিতে হবে সংযোগ।
এরপর সরাসরি সাবলীল ভাষায় কমান্ড দিলেই সেটা এআই কাজে লাগিয়ে সেই কাজটি কিভাবে এবং কী সেবার মাধ্যমে করতে হবে সেটা বুঝে নিয়ে করে ফেলবে।
যেমন উবারে লগইন করা থাকলে ‘অফিস যেতে চাই, উবার ডাকো’ বললেই বুকিং করে ফেলবে, বা ‘বাসায় যাওয়ার আগেই এসি ছেড়ে ভ্যাকুয়াম করে রাখো’ বললে স্মার্টহোম সিস্টেম কাজে লাগিয়ে সেটা করে রাখবে।
র্যাবিট ওএস ভবিষ্যতের ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট যাতে মানুষের মতোই নিজ থেকে কাজ করতে পারে, সেদিকে লক্ষ রেখেই তৈরি করা হয়েছে।








০ টি মন্তব্য