রাজধানীর বাংলামোটর বিশ্ব সাহিত্যকেন্দ্রে "প্রথমা বাংলাদেশ" ব্যবস্থাপনায় Pro-IT ফাউন্ডেশন এর উদ্বোধন অনুষ্ঠান হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লে: কর্নেল তুষার বিন ইউনুস, ডিরেক্টর বাংলাদেশ সেটেলাইট ১, ইউ এন কমিউনিকেটর এডভাইজার, ডাইরেক্টর অব স্পেকট্রাম বিটিআরসি, বিশেষ অতিথি : আসিফ আহনাফ, ফিনান্স সেক্রেটারি ই ক্যাব। আবুল হাসেম রশীদ, পারসনাল অফিসার পিও অব এডুকেশন মিনিস্ট্রি।
আজিজুর রহমান আজিজ, ফাউন্ডর প্রেসিডেন্ট বাংলাদেশ এন্টাপেনারশীপ ডেভলাপমেন্ট ফাউন্ডেশন।
সালেহ মোবিন, ফাউন্ডার প্রেসিডেন্ট - বাংলাদেশ আইটি প্রফেশনাল ফ্রেন্ডস ক্লাব এবং ওবায়দুল্লাহ মাসুদ - ফরমার ভিপি এবং জিএস ঠাকুরগা সরকারি কলেজ।
স্মার্ট বাংলাদেশ বিনির্মানে অন্যান্য গুণীজন সহ " প্রথমা বাংলাদেশে" এর একদল তরুণ আইটি কর্মীগন উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সিইও আব্দুর রাজ্জাক জানান।
যারা অনলাইনে সহজে নিয়মিত ইনকাম করতে চাচ্ছেন, নিজেকে একজন ডিজিটাল উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠিত করতে চায়, তাদের Pro-IT ফাউন্ডেশন সার্বিক সহযগিতা প্রদান করে যাবে।
একজন ডিজিটাল উদ্যোক্তা জন্য ডোমেইন -হোস্টিং, ইকমার্স ওয়েব-সাইড ও প্রডাক্ট-সোর্সিং থেকে শুরু করে মার্কেটিং গাইড লাইন পর্যন্ত সবকিছু Pro-IT প্রদান করে যাবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লে: কর্নেল তুষার বিন ইউনুস, ডিরেক্টর বাংলাদেশ সেটেলাইট ১, ইউ এন কমিউনিকেটর এডভাইজার, ডাইরেক্টর অব স্পেকট্রাম বিটিআরসি, বিশেষ অতিথি : আসিফ আহনাফ, ফিনান্স সেক্রেটারি ই ক্যাব। আবুল হাসেম রশীদ, পারসনাল অফিসার পিও অব এডুকেশন মিনিস্ট্রি।
আজিজুর রহমান আজিজ, ফাউন্ডর প্রেসিডেন্ট বাংলাদেশ এন্টাপেনারশীপ ডেভলাপমেন্ট ফাউন্ডেশন।
সালেহ মোবিন, ফাউন্ডার প্রেসিডেন্ট - বাংলাদেশ আইটি প্রফেশনাল ফ্রেন্ডস ক্লাব এবং ওবায়দুল্লাহ মাসুদ - ফরমার ভিপি এবং জিএস ঠাকুরগা সরকারি কলেজ।
স্মার্ট বাংলাদেশ বিনির্মানে অন্যান্য গুণীজন সহ " প্রথমা বাংলাদেশে" এর একদল তরুণ আইটি কর্মীগন উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সিইও আব্দুর রাজ্জাক জানান।
যারা অনলাইনে সহজে নিয়মিত ইনকাম করতে চাচ্ছেন, নিজেকে একজন ডিজিটাল উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠিত করতে চায়, তাদের Pro-IT ফাউন্ডেশন সার্বিক সহযগিতা প্রদান করে যাবে।
একজন ডিজিটাল উদ্যোক্তা জন্য ডোমেইন -হোস্টিং, ইকমার্স ওয়েব-সাইড ও প্রডাক্ট-সোর্সিং থেকে শুরু করে মার্কেটিং গাইড লাইন পর্যন্ত সবকিছু Pro-IT প্রদান করে যাবে।
সারা দেশের নতুন উদ্যোক্তাদের জন্য ব্যবসায়িক হিসাব-নিকাশ রাখার জন্য আমরা একটি প্রো-হিসাব সফ্টওয়ার প্রদান করবো যেখানে তার যাবতীয় হিসাব সংরক্ষণ এবং লাভ-ক্ষতি দেখতে পারবে।
এই সকল উদ্যোক্তাদের অ্যাড্রেস ডিরেক্টরি স্বয়ংক্রিয়ভাবে একটি অ্যাপস লিস্টিং করা থাকবে যা ডিজিটাল প্রোফাইল আকারে সকলে দেখতে পারবে।
অনুষ্ঠানে বক্তারা আরো জানান এই প্রতিষ্ঠানটি ডিজিটাল উদ্যোক্তা তৈরীর ক্ষেত্রে দেশব্যাপী একটি দৃষ্টান্ত তৈরি করবে এবং আইটি খাতে বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখবে।








০ টি মন্তব্য