https://powerinai.com/

টেক কোম্পানিগুলো নির্বাচনে এআইয়ের অপব্যবহার রোধ করতে চুক্তি স্বাক্ষর

টেক কোম্পানিগুলো নির্বাচনে এআইয়ের অপব্যবহার রোধ করতে চুক্তি স্বাক্ষর টেক কোম্পানিগুলো নির্বাচনে এআইয়ের অপব্যবহার রোধ করতে চুক্তি স্বাক্ষর
 
মিউনিখ নিরাপত্তা সম্মেলন নিরাপত্তা নীতি নিয়ে আলোচনার জন্য একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম। ছয়টি বড় প্রযুক্তি কোম্পানি বৈঠকে অংশ নেবে এবং একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করবে।

এ বছর ৫০টির বেশি দেশে নির্বাচন হচ্ছে। চুক্তির অধীনে, প্রযুক্তি সংস্থাগুলি নিশ্চিত করার চেষ্টা করবে যে এই নির্বাচনগুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল ব্যবহার করে বিঘ্ন ঘটানো যাতে সম্ভব না হয়। 

কম্পানিগুলোর তালিকায় গুগল, মেটা, মাইক্রোসফট, ওপেনএআই, টিকটক ও অ্যাডবির নাম থাকলেও নেই এক্সের (টুইটার) নাম। এক বিবৃতিতে কম্পানিগুলো জানায়, এআই ব্যবহার করে ভোটারদের বিভ্রান্ত করার প্রচেষ্টা ঠেকাতে তারা একত্রে কাজ করবে। তবে কম্পানিগুলো চুক্তিপত্রে কী আছে তা জানাতে রাজি হয়নি।

মেটা এআই টুল দিয়ে বানানো ছবি ও শব্দে আলাদা লেবেল সেঁটে দেওয়ার ব্যবস্থা করেছে। বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক জানিয়েছে, ভুয়া নিউজ ঠেকাতে তারা ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশজুড়ে ইন অ্যাপ ইলেকশন সেন্টার গঠন করবে।

জুনে অনুষ্ঠেয় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনে ভুয়া তথ্যের প্রচার ঠেকাতে স্থানীয় ইলেকটোরাল কমিশন ও বিভিন্ন সংস্থার সঙ্গে মিলে এই সেন্টারগুলো কাজ করবে।

আগামী শনিবার থেকে ইউরোপীয় ইউনিয়নের ‘ডিজিটাল সার্ভিস অ্যাক্ট’ বা ডিএসএ কার্যকর হবে। এর আওতায় সাড়ে চার কোটির বেশি ব্যবহারকারী সংবলিত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ভুয়া তথ্যের প্রচার ঠেকাতে বাধ্য থাকবে।







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।