ওপেনএআই কথোপকথন পারসোনালাইজ করতে চ্যাটজিপিটিতে মেমোরি ফিচার যুক্ত করছে। ফলে, ব্যবহারকারী আগের চ্যাটে যা লিখেছেন তা পুনরাবৃত্তি করার দরকার নেই।
চ্যাটজিপিটি আগের সব কথোপকথন মনে রাখতে পারবে। ব্যবহারকারীদের আগের কথোপকথন থেকে তথ্য মনে রাখার বিষয়ে চিন্তা করতে হবে না।
এটা সম্ভব হবে নতুন মেমোরি ফিচারের কল্যাণে। ফিচারটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে নির্দিষ্টসংখ্যক পেইড ব্যবহারকারীর মধ্যে। ওপেনএআই শিগগিরই সবার জন্য ফিচারটি উন্মুক্ত করার ঘোষণা দেবে।
চাইলে তারা নির্দিষ্ট মেমোরি মুছেও ফেলতে পারবে। ফিচারটি চাইলে বন্ধও রাখা যাবে। আবার একবারে সব মেমোরি মুছে ফেলতে চাইলে সেটাও সম্ভব হবে।
ব্যবহারকারীরা সেটিংসে গিয়ে ব্যক্তিগত নিরাপত্তা বিষয়ক বিভিন্ন বিষয় ঠিক করে দিতে পারবে। ওপেনএআই এক ব্লগ পোস্টে জানায়, ‘এই ফিচার আপনাকে একই তথ্য বারবার দেওয়ার হাত থেকে বাঁচিয়ে দেবে।
কোনো কিছু মনে রাখতে বললে চ্যাটজিপিটি তা মনে রাখবে। ভুলে যেতে বললে ভুলেও যাবে।’ ওপেনএআই আরো জানিয়েছে, ফিচারটি বেশ সহায়ক হবে ব্যাবসায়িক বা অফিসের কাজে।
চ্যাটজিপিটি আগের সব কথোপকথন মনে রাখতে পারবে। ব্যবহারকারীদের আগের কথোপকথন থেকে তথ্য মনে রাখার বিষয়ে চিন্তা করতে হবে না।
এটা সম্ভব হবে নতুন মেমোরি ফিচারের কল্যাণে। ফিচারটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে নির্দিষ্টসংখ্যক পেইড ব্যবহারকারীর মধ্যে। ওপেনএআই শিগগিরই সবার জন্য ফিচারটি উন্মুক্ত করার ঘোষণা দেবে।
চাইলে তারা নির্দিষ্ট মেমোরি মুছেও ফেলতে পারবে। ফিচারটি চাইলে বন্ধও রাখা যাবে। আবার একবারে সব মেমোরি মুছে ফেলতে চাইলে সেটাও সম্ভব হবে।
ব্যবহারকারীরা সেটিংসে গিয়ে ব্যক্তিগত নিরাপত্তা বিষয়ক বিভিন্ন বিষয় ঠিক করে দিতে পারবে। ওপেনএআই এক ব্লগ পোস্টে জানায়, ‘এই ফিচার আপনাকে একই তথ্য বারবার দেওয়ার হাত থেকে বাঁচিয়ে দেবে।
কোনো কিছু মনে রাখতে বললে চ্যাটজিপিটি তা মনে রাখবে। ভুলে যেতে বললে ভুলেও যাবে।’ ওপেনএআই আরো জানিয়েছে, ফিচারটি বেশ সহায়ক হবে ব্যাবসায়িক বা অফিসের কাজে।








০ টি মন্তব্য