https://powerinai.com/

এআই অবতার কর্মীর হয়ে মিটিংয়ে অংশ নেবে

এআই অবতার কর্মীর হয়ে মিটিংয়ে অংশ নেবে এআই অবতার কর্মীর হয়ে মিটিংয়ে অংশ নেবে
 
ওটার নামে একটি সফটওয়্যার কোম্পানি মিটিংয়ে কর্মীদের প্রতিনিধিত্ব করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবতার তৈরির সুবিধা আনছে। এআই অবতারটি আচরণ, কণ্ঠস্বর এবং দক্ষতা অনুকরণ করতে পারে।

কর্মীর ভয়েস রেকর্ড ও মিটিং নোটস ব্যবহার করে প্রক্সি দেবে মিটিংয়ে। কর্মীর ভয়েস রেকর্ড ও মিটিং নোটস ব্যবহার করে এআই অবতারকে প্রশিক্ষণ দেওয়া যাবে। 

এগুলোর মাধ্যমে কর্মী অবতারকে নিজের কিছু বৈশিষ্ট্য দিতে পারবেন। এতে সময় বাঁচবে, মিটিং ছাড়াও অন্য কাজে মনোযোগ দেওয়া যাবে।

ওটারের প্রধান নির্বাহী স্যাম লিয়াং জানান, দিনে ১০টি মিটিংয়ে অংশ নেওয়ার অভিজ্ঞতা হওয়ার পরই এআই অবতার তৈরির কথা তাঁর মাথায় আসে।

এআই অবতারটি কর্মীর হয়ে ৯০ শতাংশ প্রশ্নের উত্তর ভালোভাবে দিতে পারবে। যেসব প্রশ্নের উত্তর দিতে পারবে না সেগুলো মানবকর্মীর কাছে পাঠিয়ে দেবে।

এআই অবতার ব্যবহার করা যাবে গ্রাহকসেবা, বিপণন ও দলগত কাজের আপডেট জানার ক্ষেত্রে। কারিগরি ও সামাজিক সীমাবদ্ধতা রয়েছে এআই অবতার তৈরির ক্ষেত্রে।

এআই অবতারকে সঠিক সময়ে কথা বলানো, কথা শোনানো বা মানুষের মতো আবেগ শেখানো কঠিন। এআই অবতার নিজে উপস্থিত না থেকেও তথ্য ও আইডিয়া শেয়ার করার ক্ষেত্রে কাজে আসতে পারে।

এআই অবতারটি মানবকর্মীর বিকল্প হবে না, বরং সময় স্বল্পতা দূর করতে সহায়ক হবে।







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।