স্মার্টফোন ব্র্যান্ড টেকনো দেশে স্পার্ক ২০ প্রো মডেল লঞ্চ করেছে। এই মডেলের বিশেষ বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ১২০ হার্টজ ডিসপ্লে, ৩৩ ওয়াটের দ্রুত চার্জিং সহ ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা, ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ৬.৭৮ ইঞ্চির ফুলএইচডিপ্লাস হোল স্কিন, ১০৮ মেগাপিক্সেল সুপার সেন্সিং সেন্সর ক্যামেরা, ১০ এক্স ডিজিটাল জুম ফিচার অন্যতম।
এতে রয়েছে ৩২ মেগাপিক্সেলের গ্লোয়িং ক্যামেরা। এর কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় সেলফিতে আসবে ভিন্ন অভিজ্ঞতা।
রয়েছে ডুয়াল ভিডিও মুড, যা একই সঙ্গে ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা ব্যবহারে দুই সাইডের ভিডিও একসঙ্গে ক্যাপচার করতে সক্ষম।
মডেলটি চিপসেট হেলিও জি৯৯ (৬ ন্যানোমিটার) যুক্ত; যা কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত অরোরা ও ড্রইন ইঞ্জিন ২.০ সমৃদ্ধ। ২৫৬ জিবি বিল্টইন স্টোরেজের সঙ্গে থাকছে ১৬ জিবি র্যাম (৮+৮ জিবি)।
কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ইঞ্জিনের কম্বিনেশনে নিশ্চিত হবে স্মুথ, ল্যাগহীন গেমিং এক্সপেরিয়েন্স ও ডেইলি লাইফ ইউজিং। থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার।
ব্যাকআপে আছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি।
স্মার্টফোন ব্র্যান্ড টেকনো নতুন মডেল স্পার্ক ২০ প্রো
স্মার্টফোন ব্র্যান্ড টেকনো নতুন মডেল স্পার্ক ২০ প্রো
আরও পড়ুন
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।








০ টি মন্তব্য