আগামী মাসেই ভারতের বাজারে আসবে আম্বানির 'হনুমান'। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং দেশের বিখ্যাত ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বাজারে নিয়ে আসছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের উপর ভিত্তি করে বলীয়ান নয়া এআই পরিষেবা চালু করছে।
এই মডেলটি সম্পূর্ণ ভারতে তৈরি এবং নাম ‘হনুমান’। এই 'হনুমান' ১১টি ভারতীয় ভাষায় গ্রাহকদের পরিষেবা দিতে পারবে। এর ডেমো প্রদর্শিত হয়েছে মুম্বাইতে আয়োজিত এক টেকনোলজিক্যাল কনফারেন্সে।
শুরুতে হেলথ কেয়ার-গভর্ন্যান্স-ফিনান্সিয়াল সার্ভিসেস এবং এডুকেশন, এই চারটি ক্ষেত্রে ১১টি ভারতীয় ভাষায় গ্রাহককে পরিষেবা দিতে সক্ষম ‘হনুমান’।
এই পরিষেবাটি দেওয়ার পাশাপাশি, নতুন মডেলটি স্পিচ-টু-টেক্সট রূপান্তর এর সুবিধাও পাওয়া যাবে এই নতুন মডেলে।
রিলায়েন্স জানিয়েছে, জিও ব্রেইন-এআই মডেলের সাথে গ্রাহকদের চাহিদা অনুযায়ী মডেলটি কাস্টমাইজ করা হবে।
এই মডেলটি সম্পূর্ণ ভারতে তৈরি এবং নাম ‘হনুমান’। এই 'হনুমান' ১১টি ভারতীয় ভাষায় গ্রাহকদের পরিষেবা দিতে পারবে। এর ডেমো প্রদর্শিত হয়েছে মুম্বাইতে আয়োজিত এক টেকনোলজিক্যাল কনফারেন্সে।
শুরুতে হেলথ কেয়ার-গভর্ন্যান্স-ফিনান্সিয়াল সার্ভিসেস এবং এডুকেশন, এই চারটি ক্ষেত্রে ১১টি ভারতীয় ভাষায় গ্রাহককে পরিষেবা দিতে সক্ষম ‘হনুমান’।
এই পরিষেবাটি দেওয়ার পাশাপাশি, নতুন মডেলটি স্পিচ-টু-টেক্সট রূপান্তর এর সুবিধাও পাওয়া যাবে এই নতুন মডেলে।
রিলায়েন্স জানিয়েছে, জিও ব্রেইন-এআই মডেলের সাথে গ্রাহকদের চাহিদা অনুযায়ী মডেলটি কাস্টমাইজ করা হবে।








০ টি মন্তব্য