https://powerinai.com/

দুটি ফোন বাজারে আনছে এইচএমডি

দুটি ফোন বাজারে আনছে এইচএমডি দুটি ফোন বাজারে আনছে এইচএমডি
 
এইচএমডি স্মার্টফোনের জগতে আত্মপ্রকাশ ঘটাতে যাচ্ছে। সম্প্রতি, ফোনটির অফিসিয়াল রেন্ডারিং প্রকাশ হয়েছে। এই প্রথম তারা তাদের ফোন বাজারে এনেছে ‘এইচএমডি’ নামে।

কোম্পানিটি এবার দুটি মোবাইল ফোন বাজারে আনবে বলে ধারণা করা হচ্ছে। যে দুটি ফোনের তথ্য পাওয়া গেছে তাদের মডেল নম্বর হলো, এন১৫৯ভি এবং টিএ-১৫৮৫। 

এইচএমডি’র একটি সূত্র থেকে এন১৫৯ভি-এর একটি ছবি প্রকাশ করা হয়েছে। এইচএমডি’র প্রথম স্মর্টফোনটি হবে লোয়ার মিডরেঞ্জের একটি ফোন।

এর কালো রঙের ফোনের পেছনের অংশটি ম্যাট ফিনিশড। তবে ব্যাক প্যানেলের ম্যাটেরিয়াল এখনও নিশ্চিত নয়। ফ্রেমটি হতে পারে প্লাস্টিকের। 

সামনের ডিসপ্লেতে একটি পাঞ্চ-হোল সেলফি ক্যামেরা রয়েছে। ডিভাইসটি ডান পাশে রয়েছে পাওয়ার এবং ভলিউম বাটন। ফোনটিতে ব্যবহার করা হয়েছে এইচএমডি’র নতুন লোগো, যা  ইইউআইপিও-এর তালিকায় গত বছর প্রথম দেখা যায়।







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।