মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস, বিশ্বের অন্যতম বৃহত্তম প্রযুক্তি সম্মেলন, গত শনিবার বার্সেলোনায় শুরু হয়েছে৷ চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ফিচার এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম নিয়ে সম্মেলনে বেশ কিছু ঘোষণা দিয়েছে গুগল।
জেমিনি চ্যাটবট এখন গুগল মেসেজেস অ্যাপের মধ্যেই চ্যাট করা যাবে। বেটা হিসেবে ব্যবহার করে ইংরেজিতে ড্রাফট মেসেজ, আইডিয়া ও পরিকল্পনা লেখা যাবে।
নোট যুক্ত করার সুবিধা যুক্ত হচ্ছে গুগল ডকসে। গুগল ডকস ফাইলের ভেতর হাতেই নোট লেখা যাবে। ফোন বা ট্যাবলেটে কোনো কিছু লেখার সময় স্টাইলাসের বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে আঙুল।
মার্কার টুল ব্যবহার করে বিভিন্ন লাইন রং করা এবং হাইলাইট করার ব্যবস্থা করেছে গুগল। ফলে আরো সহজ হবে কোনো ডকুমেন্ট বা অ্যাসাইনমেন্টের নির্দিষ্ট লাইনের ব্যাপারে মতামত জানানো।
জেমিনি চ্যাটবট এখন গুগল মেসেজেস অ্যাপের মধ্যেই চ্যাট করা যাবে। বেটা হিসেবে ব্যবহার করে ইংরেজিতে ড্রাফট মেসেজ, আইডিয়া ও পরিকল্পনা লেখা যাবে।
নোট যুক্ত করার সুবিধা যুক্ত হচ্ছে গুগল ডকসে। গুগল ডকস ফাইলের ভেতর হাতেই নোট লেখা যাবে। ফোন বা ট্যাবলেটে কোনো কিছু লেখার সময় স্টাইলাসের বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে আঙুল।
মার্কার টুল ব্যবহার করে বিভিন্ন লাইন রং করা এবং হাইলাইট করার ব্যবস্থা করেছে গুগল। ফলে আরো সহজ হবে কোনো ডকুমেন্ট বা অ্যাসাইনমেন্টের নির্দিষ্ট লাইনের ব্যাপারে মতামত জানানো।
গুগল গাড়িতে থাকা অ্যানড্রয়েড অটো অ্যাপের জন্যও এআই ফিচার এনেছে। গুগলের এই ফিউচারটির মাধ্যমে টেক্সট মেসেজ বা গ্রুপচ্যাটের সারাংশ সংক্ষেপে দেখা যাবে।
ফলে গাড়ি চালানোর সময় আপনাকে মেসেজ পড়ার ঝুঁকি নিতে হবে না। মেসেজ ৪০ শব্দের কম হলে আর সংক্ষেপ করবে না।
এটি ছাড়াও, ফিচারটি সহজ উত্তর দেওয়ার জন্য বিভিন্ন পরামর্শও প্রদর্শন করে। ব্যবহারকারীরা ওয়্যার ওএসভিত্তিক স্মার্টওয়াচগুলিতে গুগল ওয়ালেট ব্যবহার করে উপকৃত হবে।
এটি ছাড়াও, ফিচারটি সহজ উত্তর দেওয়ার জন্য বিভিন্ন পরামর্শও প্রদর্শন করে। ব্যবহারকারীরা ওয়্যার ওএসভিত্তিক স্মার্টওয়াচগুলিতে গুগল ওয়ালেট ব্যবহার করে উপকৃত হবে।








০ টি মন্তব্য