সাধারণ চশমার মতো হলেও গান শোনার পাশাপাশি কথাও বলা যায় এ চশমার মাধ্যমে। এই চশমার মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ভার্চ্যুয়াল সহকারীর পরামর্শ নেওয়া যায়।
চীনের ফোন নির্মাতা প্রতিষ্ঠান অপো ‘অপো এয়ার গ্লাস ৩’ নামের এই চশমা তৈরি করেছে। প্রতিষ্ঠানটি স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) চশমাটির আদিরূপ বা প্রোটোটাইপ প্রদর্শন করছে।
চশমাটি ফোনের বার্তা, ছবি, ভিডিও, অডিওসহ বিভিন্ন তথ্য স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে পারে। মাল্টিমোডাল চশমাটিতে রয়েছে এআই প্রযুক্তির ভয়েস ও ভিজ্যুয়াল সুবিধা।
অপো সম্মেলনে স্মার্ট চশমার পাশাপাশি কোয়ালকম টেকনোলজিস এবং আলপসেনটেকের সঙ্গে যৌথভাবে তৈরি হাইব্রিড ভিশন সেন্সিং (এইচভিএস) প্রযুক্তিনির্ভর নতুন এআই মোশন অ্যালগরিদমও প্রদর্শন করেছে।
চীনের ফোন নির্মাতা প্রতিষ্ঠান অপো ‘অপো এয়ার গ্লাস ৩’ নামের এই চশমা তৈরি করেছে। প্রতিষ্ঠানটি স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) চশমাটির আদিরূপ বা প্রোটোটাইপ প্রদর্শন করছে।
চশমাটি ফোনের বার্তা, ছবি, ভিডিও, অডিওসহ বিভিন্ন তথ্য স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে পারে। মাল্টিমোডাল চশমাটিতে রয়েছে এআই প্রযুক্তির ভয়েস ও ভিজ্যুয়াল সুবিধা।
অপো সম্মেলনে স্মার্ট চশমার পাশাপাশি কোয়ালকম টেকনোলজিস এবং আলপসেনটেকের সঙ্গে যৌথভাবে তৈরি হাইব্রিড ভিশন সেন্সিং (এইচভিএস) প্রযুক্তিনির্ভর নতুন এআই মোশন অ্যালগরিদমও প্রদর্শন করেছে।








০ টি মন্তব্য