https://powerinai.com/

ওপেনএআই নিয়ে আসছে নতুন ফিচার ‘রিড অ্যালাউড’

ওপেনএআই নিয়ে আসছে নতুন ফিচার ‘রিড অ্যালাউড’ ওপেনএআই নিয়ে আসছে নতুন ফিচার ‘রিড অ্যালাউড’
 
ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ যেকোনো প্রশ্নের উত্তর দ্রুত ও নির্ভুলভাবে লিখে জানাতে পারে।

চ্যাটবটটি ব্যবহারকারীর নির্দেশমতো নিজ থেকে বার্তা, নিবন্ধ বা কবিতাও লিখে থাকে। এবার চ্যাটবটটি ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর লিখে দেওয়ার পাশাপাশি সেগুলো পড়েও শোনাবে।

ওপেনএআই এ জন্য চ্যাটজিপিটিতে ‘রিড অ্যালাউড’ নামের নতুন ফিচার যুক্ত করেছে। নতুন এ ফিচার চালু হলে চ্যাটজিপিটি ৩৭টি ভাষায় প্রশ্নের উত্তর পড়ে শোনাবে।

ব্যবহারকারীরা চাইলে চ্যাটজিপিটিতে পছন্দের কণ্ঠও নির্বাচন করতে পারবে। চ্যাটজিপিটিতে প্রাথমিকভাবে পাঁচ ধরনের কণ্ঠ নির্বাচন করা যাবে।

নতুন এ ফিচার ব্যবহার করা যাবে কমপিউটারের পাশাপাশি অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে চলা ফোনে। কাজে ব্যস্ত থাকার সময় সহজেই চ্যাটজিপিটির মাধ্যমে বিভিন্ন তথ্য জানা যাবে নতুন এই ফিচার চালু হলে।

চ্যাটজিপিটিকে অবসর সময়ে কাজে লাগিয়ে পছন্দের বিভিন্ন গল্পও শোনা যাবে। এর ফলে চ্যাটজিপিটি ব্যবহারকারীর সংখ্যা বর্তমানের তুলনায় বাড়বে বলে ধারণা করা হচ্ছে। 







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।