চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদে পুনরায় ফিরে এসেছেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহ-প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান।
ওপেনএআই থেকে হঠাৎ করে গত বছরের নভেম্বরে স্যাম অল্টম্যানকে বরখাস্ত করার পাশাপাশি তাকে কোম্পানির পরিচালনা পর্ষদ থেকেও সরিয়ে দেওয়া হয়।
ওপেরএআই এর কিছু দিন পরই বিশৃঙ্খল এক পরিস্থিতির মুখে পড়ে, যেখানে কোম্পানির বেশিরভাগ কর্মীই সে সময় অল্টম্যানের পাশে দাঁড়ান ও তাকে না ফেরালে কোম্পানি থেকে পদত্যাগ করার হুমকি দিয়ে বসে।
অল্টম্যানের পাঁচ দিন পরই কোম্পানির সিইও হিসাবে প্রত্যাবর্তন ঘটে। এমনকি পর্ষদের যে সদস্যরা অল্টম্যানকে বরখাস্ত করার পক্ষে ভোট দিয়েছিলেন, তারা সকলেই কোম্পানিটি ছেড়ে চলে যেতে বাধ্য হন।
তৃতীয় পক্ষের তদন্তের ফলাফলের প্রেক্ষিতেই অল্টম্যানকে কোম্পানির পর্ষদে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। ওপেনএআইয়ের বোর্ড অল্টম্যানকে কোম্পানির সিইও ও গ্রেগ ব্রকম্যানকে প্রেসিডেন্ট হিসেবে রাখার ব্যাপারে ‘পুরো আস্থা প্রকাশ করেছে’।
তিনজন নতুন সদস্য যুক্ত হয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদে। তারা হলেন, ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’-এর সাবেক সিইও ড. সু ডেসমন্ড-হেলম্যান, সনি’র প্রাক্তন ‘ইভিপি’ ও ‘জেনারেল কাউন্সেল’ নিকোল সেলিগম্যান এবং মার্কিন ডেলিভারি কোম্পানি ‘ইনস্টাকার্ট’-এর বর্তমান সিইও ফিডজি সিমো।
ওপেনএআই থেকে হঠাৎ করে গত বছরের নভেম্বরে স্যাম অল্টম্যানকে বরখাস্ত করার পাশাপাশি তাকে কোম্পানির পরিচালনা পর্ষদ থেকেও সরিয়ে দেওয়া হয়।
ওপেরএআই এর কিছু দিন পরই বিশৃঙ্খল এক পরিস্থিতির মুখে পড়ে, যেখানে কোম্পানির বেশিরভাগ কর্মীই সে সময় অল্টম্যানের পাশে দাঁড়ান ও তাকে না ফেরালে কোম্পানি থেকে পদত্যাগ করার হুমকি দিয়ে বসে।
অল্টম্যানের পাঁচ দিন পরই কোম্পানির সিইও হিসাবে প্রত্যাবর্তন ঘটে। এমনকি পর্ষদের যে সদস্যরা অল্টম্যানকে বরখাস্ত করার পক্ষে ভোট দিয়েছিলেন, তারা সকলেই কোম্পানিটি ছেড়ে চলে যেতে বাধ্য হন।
তৃতীয় পক্ষের তদন্তের ফলাফলের প্রেক্ষিতেই অল্টম্যানকে কোম্পানির পর্ষদে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। ওপেনএআইয়ের বোর্ড অল্টম্যানকে কোম্পানির সিইও ও গ্রেগ ব্রকম্যানকে প্রেসিডেন্ট হিসেবে রাখার ব্যাপারে ‘পুরো আস্থা প্রকাশ করেছে’।
তিনজন নতুন সদস্য যুক্ত হয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদে। তারা হলেন, ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’-এর সাবেক সিইও ড. সু ডেসমন্ড-হেলম্যান, সনি’র প্রাক্তন ‘ইভিপি’ ও ‘জেনারেল কাউন্সেল’ নিকোল সেলিগম্যান এবং মার্কিন ডেলিভারি কোম্পানি ‘ইনস্টাকার্ট’-এর বর্তমান সিইও ফিডজি সিমো।








০ টি মন্তব্য