ইন্টারনেট পূর্ব যুগে মাইকেঞ্জেলো ( মাইকেঞ্জেলো ) নামের কমপিউটার ভাইরাস ছড়িয়ে পড়ে। ইতিহাসে একে প্রথম প্রকাশ্য ম্যালওয়্যার সংক্রমণ বলে ধরা হয়।
কমপিউটার নিরাপত্তার দিক থেকে একটি বাঁকবদলের ঘটনা হলো এই মাইকেঞ্জেলো ভাইরাস। ১৯৯২ সালের ৬ মার্চ বিখ্যাত ইতালীয় ভাস্কর, চিত্রশিল্পী, স্থপতি ও কবি মাইকেঞ্জেলোর জন্মদিনে তাঁর নামে তৈরি করা এই ভাইরাস কমপিউটারে ছড়িয়ে পড়ে।
৫০ লাখ কমপিউটার মাইকেঞ্জেলো ভাইরাসের সংস্পর্শে আসে বলে জানা যায়। তবে কয়েক হাজার কমপিউটার এই ভাইরাসে আক্রান্ত হয়েছিল। মাইকেঞ্জেলো নামের ক্ষতিকর প্রোগ্রাম বা ভাইরাসের কারণে আক্রান্ত কমপিউটারগুলোর বায়োসের তথ্য মুছে গিয়েছিল।
কমপিউটার মাইকেঞ্জেলো ভাইরাস
কমপিউটার মাইকেঞ্জেলো ভাইরাস
আরও পড়ুন
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।








০ টি মন্তব্য