এক্সে (সাবেক টুইটার) ২৮০ অক্ষরের মধ্যে বার্তা লেখার বিধিনিষেধ রয়েছে। ফলে এক্স ব্যবহারকারীরা ইচ্ছা থাকলেও বড় বার্তা পোস্ট করতে পারেন না।
তবে অর্থের বিনিময়ে এক্স (প্রিমিয়াম ও প্রিমিয়াম প্লাস) ব্যবহারকারীরা সর্বোচ্চ ২৫ হাজার অক্ষরের বার্তা লেখার সুযোগ পেয়ে থাকে। এ ফিচার কাজে লাগিয়ে বড় বার্তা লেখা গেলেও আকারে বড় প্রবন্ধের সব তথ্য প্রকাশ করা যায় না।
এক্স এবার প্রবন্ধ প্রকাশের জন্য অক্ষরের বিধিনিষেধ তুলে নিয়েছে। ব্যবহারকারীরা চাইলে নতুন এ ফিচার কাজে লাগিয়ে ২৫ হাজার অক্ষরের বেশি প্রবন্ধ প্রকাশ করতে পারবে এক্সে।
এক্স ২৫ হাজার অক্ষরের বেশি প্রবন্ধ প্রকাশের জন্য ‘আর্টিক্যালস’ নামের নতুন ট্যাবও চালু করেছে। ফলে ব্যবহারকারীরা সহজেই ট্যাবটিতে ক্লিক করে আকারে বড় প্রবন্ধ লিখতে পারবে।
প্রবন্ধ প্রকাশের পর ব্যবহারকারীদের প্রোফাইল অপশনে আর্টিক্যালস ট্যাবটি দেখা যাবে। ফলে অনুসরণকারীরা (ফলোয়ার) সহজেই ট্যাবটিতে ক্লিক করে প্রবন্ধ পড়তে পারবে। নতুন এ ফিচার প্রাথমিকভাবে অর্থের বিনিময়ে প্রিমিয়াম প্লাস ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবে।
এক্স নিয়ে আসছে নতুন ফিচার ২৫ হাজার অক্ষরের বার্তা লেখার সুযোগ
.png)
আরও পড়ুন
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
০ টি মন্তব্য