https://powerinai.com/

‘অ্যাবিলিটি সামিট’ এর আয়োজন করল মাইক্রোসফট

‘অ্যাবিলিটি সামিট’ এর আয়োজন করল মাইক্রোসফট ‘অ্যাবিলিটি সামিট’ এর আয়োজন করল মাইক্রোসফট
 

মাইক্রোসফট যারা স্বাভাবিক জীবনযাপনের সুবিধা হারিয়েছে তাদের জন্য ১৪তম বারের মতো ‘অ্যাবিলিটি সামিট’-এর আয়োজন করল।

গত বৃহস্পতিবার দিনব্যাপী আয়োজিত এই সামিটে মাইক্রোসফট আরো নিয়ে এসেছে ‘স্পিক ফর মি’ ফিচার। মাইক্রোসফট বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সঙ্গে স্বাভাবিক মানুষের দূরত্ব কমাতে উইন্ডোজ কোপাইলট, অ্যাজ্যুর এআই ও অন্যান্য অ্যাপে বিশেষ কিছু ফিচার যোগ করার ঘোষণা দিয়েছে।

বাকপ্রতিবন্ধী ও অ্যামায়োট্রফিক ল্যাটারাল স্কেলরসিস বা এএলএস আক্রান্তদের জন্য মাইক্রোসফট এনেছে ‘স্পিক ফর মি’ নামের একটি ফিচার।


এএলএস রোগে আক্রান্ত ব্যক্তিরা ‘স্পিক ফর মি’ ফিচারটি কাজে লাগিয়ে কাস্টম নিউরাল ভয়েসের মাধ্যমে কথা বলতে পারবে। আগেও এএলএস আক্রান্ত ব্যক্তিরা কমপিউটারের সাহায্য নিয়ে কথা বলতে পারত।


তবে তা ছিল রোবটিক। সেখানে আবেগের প্রকাশ ঘটত না। 
মাইক্রোসফট এখন আক্রান্ত ব্যক্তির নিজের কণ্ঠস্বরের কাছাকাছি কণ্ঠস্বর উপহার দিতে যাচ্ছে।

এএলএস অর্গানাইজেশন টিম গ্লিসন ও মাইক্রোসফট যৌথভাবে এই প্রজেক্টে কাজ করছে। তারা বছরের শেষ নাগাদ ফিচারটি আনতে যাচ্ছে।


এএলএস রোগে আক্রান্তদের মস্তিষ্ক দেহের অন্যান্য অঙ্গে সিগন্যাল পাঠানো বন্ধ করে দেয়। এতে হাত-পা নাড়ানো এবং কথা বলার ক্ষমতা চলে যায়।

মাইক্রোসফট দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ‘সিয়িং এআই’ নামের একটি মোবাইল অ্যাপ আনছে। সিয়িং অ্যাপটি কাজে লাগানো যাবে আশপাশের পরিবেশ বুঝতে, ই-মেইল পড়তে ও জিনিস চিনতে।

কোনো ছবি বা কাগজে কী লেখা আছে সেটাও জেনে নেওয়া যাবে। বিভিন্ন বিষয় সম্পর্কে জানা যাবে অ্যাপটির সঙ্গে কথোপকথন চালিয়ে।









০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।