এআই স্যাটেলাইট পাঠিয়েছে যুক্তরাজ্যের স্টার্টআপ ওপেন কসমোস পৃথিবীর নিম্ন কক্ষপথে। এই স্যাটেলাইটের নাম ‘হাইপারস্পেক্ট্রাল এআই ফর মেরিন মনিটরিং অ্যান্ড ইমারজেন্সি রেসপন্স’ বা ‘হ্যামার’।
গত সপ্তাহে স্পেসএক্সের বানানো ফ্যালকন ৯ রকেটে করে স্যাটেলাইটটি মহাকাশে পাঠানো হয়। স্যাটেলাইটগুলোর পাঠানোর প্রক্রিয়ায় কয়েক দিন বা কয়েক সপ্তাহ লেগে যায়।
মহাকাশ থেকে ছবি তোলার পর কয়েক মিনিটের মধ্যে প্রসেস করে সেটা পৃথিবীতে পাঠাতে পারবে স্যাটেলাইটটি হাইপারস্পেক্ট্রাল ক্যামেরা।
এটি সম্ভব হয়েছে ইমেজ প্রসেসরের সঙ্গে এআই সিস্টেম ‘লাইভ আর্থ ইন্টেলিজেন্স’ যুক্ত হওয়ায়। স্যাটেলাইটে এআই যুক্ত হওয়ায় দ্বিমুখী যোগাযোগ সম্ভব হবে।
স্যাটেলাইটটি ছবি পাঠাবে তা নয়, পৃথিবী থেকেও ওপেনকসমস সরাসরি স্যাটেলাইটে কমান্ড পাঠাতে পারবে। এর মাধ্যমে বিশেষ অঞ্চলে আরো নিবীড়ভাবে পর্যবেক্ষণ করতে কমান্ড দিতে পারবে।
চাইলে পর্যবেক্ষণের কেন্দ্রও সরানো যাবে। হাই-রেজল্যুশনের ছবি দেখে আটলান্টিক মহাসাগরের চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করা যাবে।
ওপেনকসমসের প্রধান নির্বাহী রাফেল জোর্দা সিকিয়ার বলেন, হ্যামার ‘বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলায় খুব দ্রুতগতিতে ডাটা প্রদান করবে।’
স্যাটেলাইটটি সামুদ্রিক অঞ্চলের পরিবেশ পর্যবেক্ষণ করলেও ভবিষ্যতে কৃষিখামার ও প্রাকৃতিক সম্পদের ওপর নজরদারি চালাবে।








০ টি মন্তব্য