https://gocon.live/

কিভাবে ফেসবুকে পোস্ট না করা বার্তা বা ছবি খুঁজে পাওয়া যায়

কিভাবে ফেসবুকে পোস্ট না করা বার্তা বা ছবি খুঁজে পাওয়া যায় কিভাবে ফেসবুকে পোস্ট না করা বার্তা বা ছবি খুঁজে পাওয়া যায়
 

অনেক সময় ব্যস্ততার কারণে ফেসবুকে বার্তা লেখা বা ছবি নির্বাচনের পরও তা পোস্ট করা হয়ে ওঠে না। ফেসবুক সেই পোস্ট স্বয়ংক্রিয়ভাবে ড্রাফট অপশনে জমা রাখে।

ফলে সহজেই সেগুলো পরে খুঁজে বের করে ফেসবুকে পোস্ট করা সম্ভব। ড্রাফট অপশন থেকে নির্দিষ্ট বার্তা বা ছবি মুছেও ফেলা যায়। ফেসবুকে পোস্ট না করা বার্তা বা ছবি খুঁজে পাওয়ার পদ্ধতি দেখে নেওয়া যাক।


এর জন্য প্রথমে স্মার্টফোন থেকে ফেসবুকে প্রবেশ করে ফিডের ওপরে থাকা ‘হোয়াটস অন ইউর মাইন্ড’ ট্যাবে নতুন পোস্টের জন্য বার্তা লিখতে হবে।

এরপর ওপরে ‘ক্রিয়েট পোস্ট’ অপশনের পাশে থাকা অ্যারো চিহ্নতে ট্যাপ করে ‘সেভ অ্যাজ ড্রাফট’ নির্বাচন করতে হবে। এবার ফোনের নোটিফিকেশন বারে থাকা ‘ইউর ড্রাফট হ্যাজ বিন সেভড’ বার্তা ট্যাপ করলেই পরের পৃষ্ঠায় গত তিন দিনের মধ্য জমা হওয়া সব ড্রাফটের তালিকা দেখা যাবে।  

এবার ড্রাফট করা বার্তা বা ছবি পোস্ট করতে হলে সেটি নির্বাচন করলেই পোস্ট করার ট্যাব দেখা যাবে। ট্যাবটিতে ক্লিক করলেই ড্রাফট করা বার্তা বা ছবি পোস্ট হয়ে যাবে।

ড্রাফট করা বার্তা বা ছবি মুছে ফেলার জন্য সেটির পাশে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করে ‘ডিসকার্ড ড্রাফট’ নির্বাচন করতে হবে।









০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।