মোবাইল পরিষেবা কোম্পানি ভোডাফোন ইতালিতে তাদের ব্যবসায়িক কার্যক্রম গুটিয়ে নিচ্ছে। সুইজারল্যান্ডভিত্তিক সুইসকম ৮০০ কোটি ইউরোয় কোম্পানিটির ইতালির ব্যবসা কিনে নেবে।
ভোডাফোন দেশটিতে ব্যবসায়িক কার্যক্রম গুটিয়ে নেয়ার পাশাপাশি শেয়ারহোল্ডারদের ৪০০ কোটি ইউরো ফেরত দেয়ার পরিকল্পনা করেছে।
ভোডাফোন জানিয়েছে, ইউরোপে ব্যবসা নিয়ে বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে এ বিক্রি চুক্তিতে পৌঁছেছে এবং শেয়ার বাই-ব্যাকের মাধ্যমে বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেয়া হবে।
তবে ভোডাফোন এখনই ইতালি ছাড়ছে না। সুইসকমকে লেনদেনের অংশ হিসেবে আগামী পাঁচ বছর নির্দিষ্ট পরিষেবা দিয়ে যাবে। মার্গেরিটা ডেলা ভ্যালে গত বছর ভোডাফোনে প্রধান নির্বাহী (সিইও) হিসেবে যোগ দেন।
এর আগে ২০১৫-১৮ সালে কোম্পানির ডেপুটি চিফ ফাইন্যান্সিয়াল অফিসারের দায়িত্ব পালন করেন তিনি। নতুন করে দায়িত্ব নেয়ার পর ভোডাফোন পুনর্গঠনের উদ্যোগ নেন মার্গেরিটা। এসব পদক্ষেপের একটি হলো ইতালির ব্যবসার বিক্রি চুক্তি।








০ টি মন্তব্য