এবার নতুন চমক দেখাবে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট লিংকডইন। কোম্পানিটি নিজেদের প্ল্যাটফর্মে গেম নিয়ে আসতে চলেছে।
লিংকডইনের মুখপাত্র বলেছেন, আমরা লিংকডইন অভিজ্ঞতার মধ্যে ধাঁধা-ভিত্তিক গেমগুলো নিয়ে আসছি। লিংকডইন মাইক্রোসফটের মালিকানাধীন পেশাদার নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম। যার কোটি কোটি ব্যবহারকারী।
ব্যবহারকারীর সংখ্যা আরও বাড়াতে চাইছে প্ল্যাটফর্মটি ধাঁধা গেমের জনপ্রিয়তাকে সামনে রেখে। অ্যাপ গবেষক নিমা ওজি বলেছেন, এটি অনন্য ফিচার নিয়ে আসতে চলেছে।
যার সঙ্গে কর্মক্ষেত্রের যোগ থাকবে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। কর্মীদের স্কোর দিয়ে কোম্পানিকে র্যাংক দেওয়া হবে। লিংকডইন বর্তমানে তিনটি ধাঁধা-ভিত্তিক গেম তৈরির প্রক্রিয়ায় রয়েছে কুইন্স, ইনফারেন্স এবং ক্রসক্লাইম্ব। তবে কবে তা প্রকাশ করা হবে সেই বিষয়ে লিংকডইন কোনও নির্দিষ্ট তারিখ এখনও জানানো হয়নি।
নিজেদের প্ল্যাটফর্মে গেম নিয়ে আসছে লিংকডইন
নিজেদের প্ল্যাটফর্মে গেম নিয়ে আসছে লিংকডইন
কমপিউটার জগৎ রিপোর্ট৪৯১৫ টি প্রবন্ধ
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।








০ টি মন্তব্য