https://powerinai.com/

মোবাইল এপ

শিশুদের কিছু শিক্ষণীয় অ্যাপ

শিশুদের কিছু শিক্ষণীয় অ্যাপ শিশুদের কিছু শিক্ষণীয় অ্যাপ
 

শিশুদের কিছু শিক্ষণীয় অ্যাপ


প্রযুক্তির এ যুগে শিশুরাও আসক্ত হয়ে পড়ছে স্মার্টফোন ও প্রযুক্তিপণ্যের প্রতি। এসব প্রযুক্তিপণ্যের অতিরিক্ত ব্যবহার শিশুদের মানসিক বিকাশে প্রভাব ফেলার পাশাপাশি নানা রকমের স্বাস্থ্যঝুঁকিও বাড়াচ্ছে। যেসব শিশুর প্রযুক্তিপণ্যের প্রতি অতিমাত্রায় আকর্ষণ রয়েছে তারা একাকিত্বে ভোগে এবং মানুষের সাথে মিশতে তাদের সমস্যা হয়। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের ফলে চোখের সমস্যার পাশাপাশি ক্যান্সারের মতো ভয়াবহ রোগও হতে পারে।


ডিজিটাল বিপ্লবের এই যুগে শিশুর জন্য বাস্তবের জগৎ ও ভার্চুয়াল জগতের মধ্যে সীমানা নির্ধারণ করে দিতে হবে। প্রযুক্তি বিশেষজ্ঞেরা শিশুর প্রযুক্তি-আসক্তি ঠেকাতে নানা ধরনের পরামর্শ দিচ্ছেন। শিশু মোবাইল বা ট্যাবলেট পিসিতে কী করছে না করছে তার যথাযথ নজরদারি, প্রযুক্তিপণ্যের ইতিবাচক ব্যবহার এবং এসব পণ্য ব্যবহারের সময়সীমা বেঁধে দিয়ে অভিভাবকেরা প্রযুক্তিপণ্যের সাহায্যে শিশুদের সঠিক মানসিক বিকাশে ভূমিকা রাখতে পারেন। তাই এ লেখায় শিশুদের মানসিক বিকাশের জন্য দরকারি কিছু অ্যাপ নিয়ে আলোচনা করা হয়েছে।


এবিসি কিডস


মোবাইলে আসক্ত বাচ্চাদের বর্ণমালার সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য মোবাইল দিয়েই প্রাথমিক শিক্ষার শুরুটা করতে পারেন। শিশুদের বর্ণমালার সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য বেশ ভালো একটি অ্যাপ হচ্ছে এবিসি কিডস (ABC Kids - Tracing & Phonics)|। বাচ্চারা রঙিন ঝলমলে


১২৩ নাম্বারস


আরভি অ্যাপ স্টুডিওসের ডেভেলপ করা আরেকটি চমৎকার অ্যাপ হচ্ছে ১২৩ নাম্বারস (123 Numbers - Count & Tracing)। শিশুদের গুনতে শেখার শুরুটা আরো মজাদার করার লক্ষ্যে এই অ্যাপটি বানানো হয়েছে দারুণ গ্রাফিক্স ও সাউন্ডের মিশ্রণে। ১-৫০ পর্যন্ত গুনতে শেখার পাশাপাশি নাম্বার ট্রেসিংয়ের মাধ্যমে বাচ্চারা খেলার ছলেই শিখে যাবে গণনা করা। বাচ্চাদের পছন্দের বস্তু যেমন হাতি, ঘোড়া, খরগোশ, চকলেট, আইসক্রিম, আপেল, কমলা ইত্যাদি নানা রকমের প্রাণী ও বস্তুর সংখ্যা দিয়ে গণনা শেখার ব্যাপারটা তাদের কাছে বইয়ের পাতায় শেখার চেয়েও আরো উপভোগ্য হয়ে উঠবে। শূন্যস্থান পূরণ, সংখ্যা মেলানো ইত্যাদি মজার পাজল গেমের মাধ্যমে এখানে সংখ্যা গণনা শেখানো হয়েছে। পাজল সমাধান করতে পারলে নানা রকমের স্টিকার পুরস্কার দেয়া হবে। দুই বছর বা তার চেয়ে বড় বাচ্চাদের জন্য এই অ্যাপটি বেশ ভালো কাজে দেবে। এই অ্যাপটিতেও কোনো ইনঅ্যাপ পারচেজ অপশন নেই এবং সেই সাথে কোনো বিজ্ঞাপনও প্রদর্শিত হয় না। গেমটি সব ধরনের মোবাইল প্লাটফর্মের জন্য ডাউনলোড করে নেয়া যাবে বিনামূল্যে জিনিস পছন্দ করে বেশি। তাই অ্যাপটি সাজানো হয়েছে অনেক রঙের সমন্বয়ে। ইংরেজি বর্ণমালার উচ্চারণ শেখানোর পাশাপাশি অ্যাপটির বিশেষ কিছু ফিচারের মধ্যে রয়েছে আঙুল দিয়ে টাচ স্ক্রিনের সাহায্যে বর্ণমালা ট্রেস করার মাধ্যমে বর্ণমালা লিখতে শেখা, আপার কেস লেটার ও লোয়ার কেস লেটারের ম্যাচিং করে লেটার সম্পর্কে আরো পরিষ্কার ধারণা দেয়া, শুদ্ধ উচ্চারণ শেখা ইত্যাদি। অ্যাপটির ইন্টারফেস বাচ্চাদের জন্য খুব ফ্রেন্ডলি। অ্যাপটিতে কোনো ইন-অ্যাপ পারচেজ অপশন নেই। যার কারণে শিশু ভুলে অনলাইনে অ্যাপের মাধ্যমে আপনার ক্রেডিট কার্ডের ব্যালেন্স খরচ করতে পারবে না। অ্যাপটির আরো একটি ভালো দিক হচ্ছে এতে কোনো থার্ড পার্টি অ্যাড নেই, যা শিশুর মনোযোগ অন্যদিকে নিয়ে যেতে পারে। আপনার ছোট্ট শিশুকে স্কুলে দেয়ার আগে প্রযুক্তির সাহায্যেই তাকে অনেক কিছু খুব সহজেই এবং আনন্দের সাথে শিখিয়ে নিতে পারবেন এই অ্যাপের মাধ্যমে। অ্যাপটির ডেভেলপার হচ্ছে আরভি অ্যাপ স্টুডিওস। অ্যাপটির ফুল ভার্সন বিনামূল্যে প্লেস্টোর, অ্যাপ স্টোর, অ্যামাজন অ্যাপস্টোর, মাইক্রোসফট স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন।


কালারিং গেমস


লারিং গেমস বর্ণ ও সংখ্যা পরিচয় শেষে এবার আসা যাক রং চেনার ব্যাপারে। শিশুদের নানান রকম রঙের সাথে পরিচয় করার জন্য আরভি অ্যাপ স্টুডিও ডেভেলপ করেছে কালারিং গেমস (Coloring Games : Coloring Book, Painting, Glow Draw) নামের অ্যাপ। সহজ কথায় বলা যায়, রং চেনা ও রং করার জন্য এই অ্যাপটি বাচ্চার জন্য ডিজিটাল ক্যানভাস হিসেবে কাজ করবে। ফান পেইন্ট, কালার ফিল, ড্রয়িং, গ্লোপেন , নাম্বার পেইন্ট ইত্যাদি মজার গেম রয়েছে এই অ্যাপে। তুলি ও ড্রয়িং পেপারের বদলে টাচ স্ক্রিন ও আঙুলের সাহায্যে অ্যানিমেটেড নানা রকমের ছবি রং করার সুবিধা আছে এতে। একশোরও বেশি ছবি দেয়া আছে রং করার জন্য। ছবির কোথায় কী রং দিতে হবে তা আলাদা আলাদা নাম্বার দেয়া থাকে এবং সেই নাম্বারের রং দিয়ে সেখানে রং করতে হবে, তাই রং করার পাশাপাশি সংখ্যা চেনার পাঠের একটি পরীক্ষাও হয়ে যাবে। খালি পেজে বাচ্চারা নিজের ইচ্ছামতো আঁকতে ও রং করতে পারবে। তাদের আঁকা ও রং করা মাস্টারপিস ছবিগুলো বাঁধাই করে দেয়া ঝুলিয়েও রাখতে পারবে। ডার্ক ব্যাকগ্রাউন্ডের ওপর নিয়ন কালার দিয়ে আঁকার ব্যাপারটি অ্যাপটির একটি বিশেষ বৈশিষ্ট্য। অ্যাপটির মনকাড়া গ্রাফিক্স ও শব্দশৈলী বাচ্চাদের মন জয় করে নেবে সহজেই। অ্যাপটির বিজ্ঞাপনবিহীন ফুল ভার্সন প্লেস্টোর ও অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে।


মুজ ম্যাথ


আরভি অ্যাপ স্টুডিওসের ম্যাথ কিডস নামের অ্যাপের চেয়ে ডাক ডাক মুজের ডেভেলপ করা মুজ ম্যাথ (Moose Math) একটু অ্যাডভান্স লেভেলের অ্যাপ। এই অ্যাপের সাহায্যে বাচ্চারা সংখ্যা চেনা, গণনা করা, যোগ ও বিয়োগ করা, জ্যামিতি এবং পরিমাপ করা শিখতে পারবে। এটি একটি কিন্ডারগার্টেন স্ট্যান্ডার্ড অ্যাপ, তাই এই অ্যাপে বাচ্চার অগ্রগতির দিকে লক্ষ রাখার ব্যবস্থা রয়েছে এবং রিপোর্ট কার্ড সুবিধাও আছে। অভিভাবক বা শিক্ষকেরা এই অ্যাপের সাহায্যে বাচ্চার ম্যাথে আগ্রহ ও অগ্রগতি মনিটর করতে পারবেন সহজেই। এতে পাঁচ রকমের অ্যাক্টিভিটির মাধ্যমে বাচ্চাদের অঙ্ক শেখার ব্যবস্থা করা হয়েছে। এগুলো হচ্ছে মুজ জুস, পেইন্ট পেট, পেট বিংগো, লস্ট অ্যান্ড ফাউন্ড এবং ডট টু ডট। অ্যাপটি গুগল, অ্যাপল ও অ্যামাজন অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে। ডাক ডাক মুজ হচ্ছে বিখ্যাত অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম খান অ্যাকাডেমির একটি সাবসিডিয়ারি।


মাঙ্কি প্রিস্কুল লাঞ্চবক্স


থাপ গেমসের ডেভেলপ করা মাঙ্কি প্রিস্কুল সিরিজের একটি অ্যাপ হচ্ছে মাঙ্কি প্রিস্কুল লাঞ্চবক্স (Monkey Preschool Lunchbox)|। দুই থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য উপযোগী এই অ্যাপটি শিশু শিক্ষার জন্য বেশ জনপ্রিয়। এই এক অ্যাপেই আপনার শিশু ৬ ধরনের গেমের মাধ্যমে বর্ণ, সংখ্যা, রং, শেপ ইত্যাদি শেখা, পার্থক্য করা এবং মেলানো শিখতে পারবে। জর্জ নামের খুব আদুরে একটি বানর গেমের প্রধান চরিত্র যে কিনা সাহায্য করবে শেখার ব্যাপারে। বর্ণমালা, সংখ্যা, রং, ফলে নাম ইত্যাদি উচ্চারণ করা শেখা যাবে আগে থেকে রেকর্ড করা ভয়েসের মাধ্যমে। বাচ্চারা স্টিকার পছন্দ করে তাই পাঠ শেষ করতে পারলে তাদের জন্য অ্যানিমেটেড স্টিকার পুরস্কার দেয়ার ব্যবস্থা রয়েছে। অ্যাপ ডিজাইন বেশ কিড ফ্রেন্ডলি করে বানানো হয়েছে এবং নেভিগেশন সিস্টেম খুব সহজ করা হয়েছে যাতে মেনু সিলেকশনের সময় বাচ্চাদের কোনো সমস্যা না হয়। এই অ্যাপটিও অ্যান্ড্রয়েড, অ্যাপল মোবাইল ডিভাইস ও অ্যামাজন কিন্ডলের জন্য ডাউনলোড করে নিতে পারবেন দুই ডলারের বিনিময়ে। মাঙ্কি প্রিস্কুল সিরিজের আরো কিছু অ্যাপের মধ্যে রয়েছে অ্যানিমেলস, জুজু’স বানানাস, এক্সপ্লোরারস, ফিক্স-ইট, মাঙ্কি ওয়ার্ড স্কুল অ্যাডভেঞ্চার, সানশাইন ইত্যাদি।


টোকা ডক্টর


যারা মনে মনে আকাক্সক্ষা পুষে রেখেছেন আপনার শিশুকে ডাক্তার বানানোর তাদের জন্য টোকা ডক্টর (Toca Doctor) গেমটি বেশ কাজে দেবে। এই অ্যাপের মাধ্যমে বাচ্চার মধ্যে ছোটবেলা থেকেই ডাক্তার হওয়ার স্বপ্নের বীজটি বপন করে দিতে পারবেন খুব সহজেই। এই অ্যাপে ২১ ধরনের পাজল গেম রয়েছে, যা বেশ নজরকাড়া এবং তথ্যবহুল। গেমগুলোতে বাচ্চাকে ডাক্তারের ভূমিকায় রোগীর চিকিৎসা করতে হবে। পাজলগুলো বেশ সহজ ও সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে যাতে বাচ্চাদের কোনো ধরনের মানসিক চাপ নিতে না হয় তা সমাধান করতে। অ্যাপটির সাউন্ড ও অ্যানিমেশনের মান বেশ ভালো। অ্যাপটির পাজল গেমগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে বাচ্চারা কোথাও আটকে না যায় এবং তাদের বিরক্তি ভাব না আসে। এতে নেই সময়ের সীমাবদ্ধতা। এই গেমটিতেও নেই কোনো ইন-অ্যাপ পারচেজ অপশন এবং থার্ড-পার্টি অ্যাড। অ্যাপটি ডিজাইন করা হয়েছে মূলত আইওএসের জন্য, তাই তা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ৩.৯৯ ডলারের বিনিময়ে ডাউনলোড করতে পারবেন। এই অ্যাপটি ডিজাইন করেছে টোকা বোকা নামের কোম্পানি। তাদের ওয়েবসাইট www.tocaboca.coms/apps ভিজিট করলে আরো অনেক অ্যাপ পেয়ে যাবেন।


কিডস অ্যাকাডেমি


প্রিস্কুল অ্যান্ড কিন্ডারগার্টেন লার্নিং কিডস গেমস নামের ডেভেলপারের ডেভেলপ করা কিডস অ্যাকাডেমি (Kids Academy : Talented & Gifted Learning Games) অ্যাপটি ২ থেকে ১০ বছরের বাচ্চাদের শিক্ষার জন্য বেশ উপযোগী। এটি সিওপিপিএ (চিলড্রেন’স অনলাইন প্রাইভেসি প্রটেকশন অ্যাক্ট) এবং এফইআরপিএ (ফ্যামিলি এডুকেশন রাইটস অ্যান্ড প্রাইভেসি অ্যাক্ট) কমপ্লায়েন্ট অ্যাপ। প্যারেন্টাল কন্ট্রোল থাকায় এটি ১০০ শতাংশ নিরাপদ এবং বিজ্ঞাপনবিহীন একটি দারুণ শিক্ষণীয় অ্যাপ। অ্যাপ ডেভেলপারদের মতে ২-৪ বছরের বাচ্চা বা টডলারস, প্রিস্কুল, কিন্ডারগার্টেন এবং গ্রেড কে থেকে ৩ পর্যন্ত বাচ্চারা খুব সহজেই এই অ্যাপ চালনা করতে পারবে কোনো ধরনের সমস্যা ছাড়াই। এতে রয়েছে পাঁচ হাজারেরও বেশি গেম, ভিডিও এবং ওয়ার্কশিট যা আপনার বাচ্চাকে আনন্দ দেয়ার পাশাপাশি শিক্ষাদান করতে সহায়ক হবে। এতে আছে পার্সোনালাইজ লার্নিং প্ল্যান, যা দিয়ে বাচ্চাদের শেখার ক্ষমতা এবং দ্রুততার সাথে মিল রেখে তাদের জন্য লার্নিং প্ল্যান বানিয়ে দেয়া যাবে। এতে রয়েছে প্রগ্রেস ট্র্যাকিং এবং রিপোর্টিংয়ের সুবিধা। অ্যানিমেটেড ফ্ল্যাশ কার্ড, পাজল এবং মেজের মাধ্যমে নানান রকমের সর্টিং, ম্যাচিং ও ক্লাসিফায়িং গেমের মাধ্যমে শিশু শিক্ষাদানকে আরো উপভোগ্য করে তোলা হয়েছে। অ্যাপটির ফ্রি ভার্সন ও প্রিমিয়াম ভার্সন রয়েছে, তাই ফ্রি ভার্সন দিয়ে আগে বাচ্চাকে শেখানোর চেষ্টা করতে পারবেন এবং বাচ্চার ভালো লাগলে প্রিমিয়াম ভার্সন কিনে নিতে পারবেন।


লিংগোকিডস


মাতৃভাষার পরে দ্বিতীয় ভাষা বাছাই করতে গেলে ইংরেজি ভাষার কথাই আগে আসে। আঞ্চলিক গন্ডি পেরোলেই আন্তর্জাতিক অঙ্গনে মতবিনিময়ের মূল মাধ্যম হচ্ছে ইংরেজি। ছোট বয়স থেকেই বাচ্চাকে নতুন একটি ভাষার সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য বেছে নিতে পারেন লিংগোকিডস (Lingokids - English for Children) নামের দারুণ অ্যাপটি। অ্যাপটি গুগল প্লেস্টোরের এডিটর’স চয়েস, মম’স চয়েস, ন্যাশনাল প্যারেন্টিং পাবলিকেশনস এবং দ্য লোভই অ্যাওয়ার্ডস পেয়েছে। এটি শিশুদের জন্য বেশ নিরাপদ এবং এর প্রতিটি গেম এক্সপার্ট এডুকেটরদের দিয়ে অ্যাপ্রভ করা। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের থেকে নেয়া কনটেন্টের ভিত্তিতে বানানো হয়েছে এই অ্যাপ। এই অ্যাপের সাহায্যে ২-৬ বছরের বাচ্চারা নাম্বার, অ্যালফ্যাবেট, কালার, শেপ, অ্যানিমেল, ফুডসহ প্রায় ৭২টি টপিকসে আনন্দের সাথে ইংরেজি শিখতে পারবে। এতে তিন হাজারেরও ইংরেজি বেশি শব্দ শেখার ব্যবস্থা রাখা হয়েছে। অ্যাপটির কিছু বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে মাসিক কনটেন্ট আপডেট, প্যারেন্ট মোড, অফ্লাইন মোড, মালটি- প্রোফাইল, অ্যাডাপটিভ লার্নিং, প্রিন্টেবল ওয়ার্কশিট, টাইমলাইন ইত্যাদি। অসাধারণ এই অ্যাপটির অ্যান্ড্রয়েড ও আইওএস ভার্সন অনলাইন স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন বিনামূল্যে।


শেষের কথা


আমেরিকান অ্যাকাডেমি ও পেডিয়াট্রিকসের বিশেষজ্ঞদের মতে, দুই বছরের নিচের শিশুদের হাতে মোবাইল ডিভাইস দেয়া থেকে বিরত থাকা উচিত। শিশুর বয়স দুই বছরের অধিক হলে তাকে প্রযুক্তিপণ্যের সাথে পরিচয় করিয়ে দিতে পারেন। প্রযুক্তিপণ্যের সাথে পরিচয় করার সময় তা হওয়া উচিত ইতিবাচক। কারণ আগডুম বাগডুম কার্টুন দেখতে এবং গেমস বাচ্চাদের খেলতে না দিয়ে শিক্ষণীয় কিছু অ্যাপ ও গেমের সাথে আপনার শিশুকে পরিচয় করিয়ে দিন। তবে দিনে ১-২ ঘণ্টার বেশি স্মার্টফোন বা ট্যাব ব্যবহার করতে দেবেন না। এতে সে প্রযুক্তিপণ্যের প্রতি আসক্ত হয়ে যেতে পারে। স্মার্টফোন বা ট্যাবের ব্রাইটনেস কমিয়ে চোখের জন্য সহনীয় পর্যায়ে রাখুন এবং বাচ্চাদের চোখ থেকে কিছুটা দূরে রাখুন যাতে তাদের চোখে সমস্যা না হয়। প্রযুক্তিপণ্য ব্যবহারের জন্য একটি নির্দিষ্ট সময় ঠিক করে দিন এবং বাচ্চাকে অন্যান্য খেলাধুলা করার ব্যাপারে উৎসাহিত করুন। বাচ্চাদের সাথে ভালো সময় অতিবাহিত করুন যাতে সে ভবিষ্যতে একজন ভালো নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।