দিন দিন বেড়েই চলেছে ভুয়া বা স্প্যাম কলের মাধ্যমে প্রতারণার ঘটনা। আর তাই নিজেদের অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার যুক্ত করেছে ট্রুকলার ব্যবহারকারীদের ভুয়া বা স্প্যাম কল থেকে রক্ষার জন্য।
‘ম্যাক্স’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচারটি সহজে ভুয়া কল করা ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্য জানাতে পারে বলে জানিয়েছে ফোনকলের পরিচয় শনাক্তের জনপ্রিয় অ্যাপটি।
নতুন এই ফিচার চালুর ফলে ব্যবহারকারীদের কাছে কেউ ফোন করলেই প্রেরকের পরিচয় স্বয়ংক্রিয়ভাবে যাচাই করবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি।
ট্রুকলার অ্যাপ বর্তমানে শুধু নিজেদের তথ্যভান্ডারে থাকা তথ্য যাচাই করে কল করা ব্যক্তির পরিচয় জানিয়ে থাকে। কিন্তু ‘ম্যাক্স’ ট্রুকলারের তথ্যভান্ডারের পাশাপাশি অনলাইনে থাকা বিভিন্ন তথ্যও পর্যালোচনা করে পরিচয় যাচাই করে জানাতে পারে।
এর ফলে ব্যবহারকারীরা বর্তমানের তুলনায় সহজে ভুয়া কল করা ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্য জানতে পারবেন।প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড প্রিমিয়াম সংস্করণ ব্যবহারকারীদের জন্য এ ফিচারটি চালু করা হয়েছে। প্রতি মাসে অর্থের বিনিময়ে ট্রুকলার অ্যাপ ব্যবহার করলেই শুধু এ ফিচারটি পাওয়া যাবে।
ট্রুকলার নিয়ে আসছে নতুন এআই ফিচার ভুয়া কল শনাক্তে
ট্রুকলার নিয়ে আসছে নতুন এআই ফিচার ভুয়া কল শনাক্তে
আরও পড়ুন
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।








০ টি মন্তব্য