https://powerinai.com/

গুগল প্রকৌশলী ছাঁটাই

গুগল প্রকৌশলী ছাঁটাই গুগল প্রকৌশলী ছাঁটাই
 

গুগলের এক ক্লাউড ইঞ্জিনিয়ার প্রযুক্তিবিষয়ক এক অনুষ্ঠানে ইসরায়েলের বিরোধিতা করায় চাকরি হারিয়েছেন। গুগল ইসরায়েলের ম্যানেজিং ডিরেক্টর বারাক রেগেভ গত সপ্তাহে নিউ ইয়র্কে আয়োজিত বার্ষিক ‘মাইন্ড দ্য টেক’ কনফারেন্সে বক্তব্য দিচ্ছিলেন।

এমন সময় দর্শকসারি থেকে উঠে দাঁড়িয়ে এক ব্যক্তি চিৎকার করে বলতে থাকেন, ‘আমি গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এমন কোনো প্রযুক্তি তৈরি করব না, যা দিয়ে গণহত্যা ও নজরদারি চালানো হয়। 

এরপরই নিরাপত্তাদলের সদস্যরা তাঁকে জোর করে বাইরে নিয়ে যায়। এ সময় তিনি প্রজেক্ট ‘নিম্বাস’-এর কথাও উল্লেখ করেন। ওই ইঞ্জিনিয়ারের ভাষ্য, প্রজেক্ট ‘নিম্বাস’ ফিলিস্তিনিদের বিপদে ফেলছে। 

এ ঘটনার পর বারাক রেগেভ আবার বক্তব্য শুরু করেন। এরপর আরেক নারী কর্মী উঠে প্রতিবাদ জানালে তাঁকেও বের করে দেওয়া হয়।

তখন বারাক রেগেভ নিজের বক্তব্য শেষ না করেই মঞ্চ ছাড়েন। ১২০ কোটি ডলারের ‘নিম্বাস’ প্রকল্পের আওতায় ইসরায়েলের সেনাবাহিনীর জন্য এআই সংবলিত প্রযুক্তি তৈরিতে গুগল ও অ্যামাজন যৌথভাবে কাজ করছে। 

ইসরায়েল এই প্রযুক্তি কাজে লাগিয়ে গাজায় গণহত্যা চালাচ্ছে। এ বিষয়ে গুগলের মুখপাত্র বেইলি টমসন বলেন, ‌‘ইস্যু যেটাই হোক না কেন, এই আচরণ গ্রহণযোগ্য নয়।  সেই কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে নীতিমালা ভঙ্গ করায়।’








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।