ওয়েবে শুধুমাত্র কয়েকটি গুগল অ্যাপ এবং পরিষেবা ডার্ক মোড ফিচারটি চালু করেছে। গুগল ড্রাইভ এই তালিকায় সর্বশেষ যুক্ত হলো।
ফিচারটি ধারাবাহিকভাবে বিশ্বব্যাপী চালু করা হচ্ছে। ব্যবহারকারীরা উপরের-ডান কোণে গিয়ার আইকনে ক্লিক করে এরপর সেটিংস জেনারেল ও অ্যাপেয়ারেন্সে গিয়ে ডার্ক মোড চালু বা বন্ধ করা যাবে।
নতুন ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে ডিভাইসের ডার্ক মোড সমর্থন করে না। তাই যারা ডার্ক মোড ব্যবহার করতে চান তাদেরকে সেটিংস থেকে সেটি চালু করতে হবে।
যদিও ফিচারটি চালু হলে প্রথমবার গুগল এ বিষয়ে একটি পপআপ দেখাবে। গুগল কিপ, এবং চ্যাট ডার্ক থিম সাপোর্ট করে।








০ টি মন্তব্য