মেটার অধীন সোশ্যাল নেটওয়ার্ক সেবা চলতি মাসে দ্বিতীয় দফায় বিভ্রাট দেখা গেলো। বুধবার বাংলাদেশ সময় রাত ৯টা দিকে ফেসবুক লাইভের ভিউ দেখা যাচ্ছিল না।
উধাও হয়ে যায় পেইজের কভার পিকচারও। সেসময় ফেসবুক সার্চ রেজাল্টও খালি দেখায়। ওয়েবসাইটের কার্যক্রম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউন ডিটেক্টর এর তথ্য বলছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, ম্যাসেঞ্জার, ম্যাকস, গুগল, ম্যাক্স, মাইক্রোসফট টিমস একই সময়ে ডাউন ছিলো।
বাংলাদেশ সময় গত (২০ মার্চ) রাত সাড়ে আটটার পর থেকে ফেসবুক ব্যবহারকারীরা এ সমস্যার কথা জানাতে থাকেন। তাদের ভাষ্য, আগে যেসব সেসব প্রোফাইল বা পেজ অনুসন্ধান করা হয়েছিল সেগুলোর তথ্য মুছে গেছে। এছাড়া, মেসেঞ্জারে বন্ধুরা অনলাইনে আছে কি না তাও দেখা যাচ্ছে না।
প্রযুক্তি বিশেষজ্ঞদের ধারণা সার্ভার সমস্যার কারণে এমনটা হয়েছে। যদিও এ নিয়ে এখন পর্যন্ত ফেসবুকের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি। তবে সেবাগুলো ঘণ্টা খানেক পর আবার স্বাভাবিক হয়েছে।








০ টি মন্তব্য