একাধিক নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়া গেছে আইওএস ও আইপ্যাডওএসের বেশ কয়েকটি সংস্করণে। এসব ত্রুটি কাজে লাগিয়ে দূর থেকে কোড যুক্ত করে আইফোন ও আইপ্যাড অকার্যকর করার পাশাপাশি তথ্য চুরি করা সম্ভব।
এমনকি আইফোন ও আইপ্যাডে ‘ডি ডস’ সাইবার হামলাও চালানো যাবে। একাধিক সংস্করণে নিরাপত্তাত্রুটিগুলোর সন্ধান পেয়েছে আইওএস ও আইপ্যাডওএসের ভারতের কমপিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সিইআরটি-ইন)।
একাধিক নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়া গেছে আইওএস ‘১৬.৭.৬’ এবং আইপ্যাডওএস ‘১৭.৪’ সংস্করণের আগের সব সংস্করণে।
হঠাৎ করেই বন্ধ হয়ে যেতে পারে ভয়ংকর নিরাপত্তাত্রুটিগুলোর কারণে আইফোন ও আইপ্যাড। ত্রুটিগুলো কাজে লাগিয়ে দূর থেকে কোড যুক্ত করে আইফোন ও আইপ্যাড নিয়ন্ত্রণ করার পাশাপাশি ‘ডি ডস’ সাইবার হামলাও চালানো সম্ভব।
আইফোন ও আইপ্যাড যেকোনো সময় সাইবার হামলার কবলে পড়তে পারে নিরাপত্তাত্রুটিগুলোর কারণে ‘আইওএস ১৬.৭.৬’ ও ‘আইপ্যাড ১৭.৪’ ওএসের আগের সব সংস্করণে চলায়।
আর তাই নিরাপত্তাহীনতায় রয়েছেন পুরোনো সংস্করণের আইওএসে চলা আইফোনসহ সব সংস্করণের আইপ্যাড ব্যবহারকারীরা।








০ টি মন্তব্য