মার্কিন সরকার প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের বিরুদ্ধেন মামলা করেছে। এই মামলা করা হয়েছে স্মার্টফোনের বাজারে একচেটিয়া আধিপত্য বিস্তার ও বাজার থেকে প্রতিযোগীদের সরিয়ে দেয়ার অভিযোগে।
গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের ফেডারেল আদালতে এ মামলা দায়ের করেছে।
সরকার মামলা চালিয়ে নিতে ১৬ সদস্যের যে আইনজীবী দলটি গঠন করেছে, সেই দলের প্রত্যেকেই এক একটি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল।
আদালতে ৮৮ পৃষ্ঠার একটি অভিযোগপত্র জমা দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, অ্যাপল নিজেদের ব্যবসা পরিচালনা সংক্রান্ত সার্বিক অপারেশনের অন্তত পাঁচটি ক্ষেত্রে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার করেছে।
এতে আরও বলা হয়েছে, অ্যাপল যেসব পদ্ধতি অবলম্বন করেছে বাজার নিয়ন্ত্রণের মাধ্যমে কৃত্রিমভাবে নিজেদের পণ্যের দাম বাড়ানো এবং নিজস্ব পণ্যের হার্ডওয়্যার ও সফটওয়্যারে অন্যদের প্রবেশ ঠেকাতে, সেগুলো আইনি নয়।
মামলার প্রতিক্রিয়ায় অ্যাপল জানিয়েছে, তারা কোনো অবৈধ তৎপরতার সঙ্গে যুক্ত নয় এবং ‘সর্বশক্তি’ দিয়ে এসব ‘ভুয়া’ অভিযোগের বিরুদ্ধে লড়াই করবে।








০ টি মন্তব্য